প্রতিনিধি ১০ ডিসেম্বর ২০২৪ , ৫:৪৯:১৬ প্রিন্ট সংস্করণ
চট্টগ্রামের পাঁচলাইশ থানার অস্ত্র মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি মোঃ জসিম উদ্দিন প্রকাশ রানা ১৩ বছর পর র্যাবের হাতে গ্রেপ্তার হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) রাত সাড়ে এগারোটার দিকে নগরীর পাহাড়তলী থানাধীন রেলওয়ে স্কুল মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে মঙ্গলবার (১০ ডিসেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে র্যাব-৭।
গ্রেপ্তার হওয়া মোঃ জসিম উদ্দিন প্রকাশ রানা নগরীর বায়েজিদ বোস্তামী হাজীপাড়া এলাকার মৃত আব্দুল মালেক প্রকাশ লেদুর ছেলে।
র্যাব জানিয়েছে, জসিম উদ্দিন প্রকাশ রানার বিরুদ্ধে পাঁচলাইশ থানায় অস্ত্র মামলা রয়েছে। ওই মামলায় জসিমকে ১০ বছরের সাজা প্রদান করে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। এর পরই গ্রেপ্তার এড়াতে দেশের বিভিন্ন স্থানসহ চট্টগ্রামের বিভিন্ন এলাকায় ১৩ বছর ধরে আত্মগোপনে ছিলেন জসিম উদ্দিন রানা।