চট্টগ্রাম

চট্টগ্রামে সাড়ে তিন কোটি টাকার স্বর্ণ উদ্ধার

  প্রতিনিধি ৩০ নভেম্বর ২০২৩ , ৬:০১:৫২ প্রিন্ট সংস্করণ

চট্টগ্রামে সাড়ে তিন কোটি টাকার স্বর্ণ উদ্ধার

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে শারজাহ থেকে আসা এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটের সিটের নিচ থেকে সাড়ে তিন কোটি টাকার স্বর্ণ উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দারা। বুধবার রাতে পাওয়া স্বর্ণের বিষয়টি বৃহস্পতিবার (৩০ নভেম্বর) গণমাধ্যমকে নিশ্চিত নিশ্চিত করেছেন কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আব্দুল মতিন তালুকদার।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে স্বর্ণ চোরাচালান প্রতিরোধের লক্ষ্যে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেলের কর্মকর্তা-কর্মচারীরা বিভিন্ন পয়েন্টে সতর্ক অবস্থান নিয়েছিলেন। বুধবার (২৯ নভেম্বর) রাত পৌনে ৮টার দিকে শারজাহ থেকে আসা ৫ নম্বর বোর্ডিং ব্রিজে সংযুক্ত এয়ার এরাবিয়া এয়ারলাইন্সের জি-৯৫২০ বিমানের বিভিন্ন সিট তল্লাশিকালে ৯ এফ সিটের নিচে পরিত্যক্ত অবস্থায় কালো স্কচটেপ মোড়ানো দুইটি প্যাকেট পাওয়া যায়।

আরও খবর

Sponsered content

Powered by