রাজশাহী

করোনা প্রতিরোধে শক্ত অবস্থানে কাহালু উপজেলা প্রশাসন

  প্রতিনিধি ২৫ জুন ২০২১ , ৭:৩৫:৩৬ প্রিন্ট সংস্করণ

কাহালু (বগুড়া) প্রতিনিধি :

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে বগুড়ার কাহালু পৌরসভা ও ৯টি ইউনিয়নের বিভিন্ন স্থানে প্রতিনিয়ত জনগণকে সতর্ক করার জন্য সচেতনতামূলক প্রচার এবং ভ্রাম্যমাণ আদালত অব্যাহত রেখেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার সরকারি নির্দেশনা অমান্য করে কাহালুর দূর্গাপুর বাজারে সন্ধ্যা সাড়ে ৭টার পর দোকান খুলে রাখায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৯ জন দোকানদারের ২ হাজার জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এক্রিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ও কাহালু উপজেলা নির্বাহি অফিসার মো. মাছুদুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন কাহালু উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মুহাম্মদ যাকারিয়া রানা, কাহালু থানার এস আই মেহেদী হাসান প্রমুখ। কাহালু উপজেলা নির্বাহি অফিসার মো. মাছুদুর রহমান জানান, সরকারি নির্দেশনা বাস্তবায়ন করতে ভ্রাম্যমাণ আদালত অব্যাহত থাকবে।

 

আরও খবর

Sponsered content

Powered by