প্রতিনিধি ২২ জুন ২০২০ , ৪:০০:০৯ প্রিন্ট সংস্করণ
চট্টগ্রাম ব্যাুরো: চট্টগ্রামে ফের ভুমিকম্প অনুভূত হয়েছে। আজ সোমবার (২২ জুন) ভোর ৪টা ২২ মিনিটে ৩৭ সেকেন্ডে এ ভুমিকম্প অনুভব হয়। মাঝারি ধরণের এই ভুমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৮। এনিয়ে ১২ ঘন্টার ব্যবধানে চট্টগ্রামে দ্বিতীয় দফা ভুমিকম্প অনভব হল।
এর আগে গতকাল রবিবার (২১ জুন) বিকেল ৪টা ৪৭ মিনিটে ৫.১ মাত্রার এ মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে আঘাত হানা এ ভূমিকম্পটির স্থায়িত্ব ছিল মাত্র কয়েক সেকেন্ড। দুটি ভুমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভারতের মনিপুর রাজ্যে। ফলে চট্টগ্রাম ছাড়াও সিলেট ও রাজধানী ঢাকাতে ভূমিকম্প অনুভব হয়েছে বলে জানাগেছে।