আন্তর্জাতিক

গাজায় হামলার বিরোধিতা করায় ইসরায়েলি এমপিকে বরখাস্ত

  প্রতিনিধি ১৯ অক্টোবর ২০২৩ , ৪:৫০:২১ প্রিন্ট সংস্করণ

গাজায় হামলার বিরোধিতা করায় ইসরায়েলি এমপিকে বরখাস্ত
ওফার ক্যাসিফ

ফিলিস্তিনের গাজায় হামলার বিরোধিতা করায় এক এমপিকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েলের পার্লামেন্ট নেসেট। ওফার ক্যাসিফ নামে বামপন্থী এ এমপিকে  ৪৫ দিনের জন্য বরখাস্ত করা হয়। খবর- জেরুজালেম পোস্ট  

হামাসের হামলার পর গাজায় ইসরায়েলি বিমান হামলা শুরুর পর থেকে তিনি ইসরায়েলবিরোধী বক্তব্য দিয়ে আসছিলেন। এর প্রেক্ষিতে দেশটির পার্লামেন্টের নীতিবিষয়ক প্যানেল তাকে বরখাস্তের একটি প্রস্তাবের পক্ষে ভোট দেয়। 

এ বিষয়ে ক্যাসিফ বলেছেন, এ সিদ্ধান্ত মতপ্রকাশের স্বাধীনতার কফিনে আরেকটি পেরেক ঠোকানোর শামিল।

হাজায় বিমান হামলার বিষয়ে তিনি বলেন, এটি ইউরোপে ইহুদিদের বিরুদ্ধে নাৎসিদের নেওয়া ‌‌‘চূড়ান্ত সমাধানের’ সমতুল্য।

কারাগারে জরুরি অবস্থা: বুধবার নেসেট একটি আইন পাস করেছে যার প্রেক্ষিতে জাতীয় নিরাপত্তা মন্ত্রী কারাগারে জরুরি অবস্থা ঘোষণা করতে পারবেন। বন্দীদের থাকার নিয়মও পরিবর্তন করতে পারবেন। 

আইন অনুসারে, জরুরি অবস্থা ঘোষণা করা হলে, কারাগারগুলোকে স্বাভাবিকের চেয়ে বেশি বন্দী রাখার অনুমতি দেওয়া হবে। এছাড়া বন্দীদের বিছানার পরিবর্তে দুটি গদিতে ঘুমাতে দেওয়া হবে।

আরও খবর

Sponsered content

Powered by