প্রতিনিধি ১৫ ফেব্রুয়ারি ২০২৫ , ৭:০৮:৩৩ প্রিন্ট সংস্করণ
চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সিনিয়র যুগ্ন সম্পাদক এম মোশাররফ হোসাইন বলেছেন, আওয়ামী লীগ গত ১৬বছরে দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে। জাতিকে মেধাশূন্য করতে শিক্ষাঙ্গনে সন্ত্রাস, শিক্ষার পরিবেশ নষ্ট ও নৈরাজ্যসহ এমন কোনো অপকর্ম নেই যে, তারা করেনি। তাদের কারণে দেশের মেধাবী শিক্ষার্থীরা বিদেশমুখী হয়েছে।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকালে চট্টগ্রাম অনলাইন যুব-ছাত্র ফোরাম কর্তৃক আয়োজিত শিক্ষাথীদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ঘরে ঘরে চাকরী দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল। অথচ ঘরে ঘরে চাকরী দেওয়ার পরিবর্তে তারা প্রতিটি ঘরে ঘরে মামলা দিয়েছিল। শুধুমাত্র ছাত্রলীগের ক্যাডারদের চাকরী দিয়ে সরকারী প্রতিষ্ঠানগুলোকে তারা দলীয় প্রতিষ্ঠানে পরিণত করেছিল। আর এই আওয়ামী দুর্নীতিবাজ চক্র দুর্নীতি ও লুটপাট-তন্ত্রের মাধ্যমে বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছিল। একটি বৈষম্যহীন, সাম্য ও মানবিক মর্যাদার নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে ছাত্র-জনতা রক্ত দিয়েছে। আগামী প্রজন্মের জন্য সে নতুন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
চট্টগ্রাম অনলাইন যুব- ছাত্র ফোরামের সভাপতি সাহাদত হোসেন চৌধুরীর সভাপতিত্বে এবং আরিফ মহিউদ্দিন ও সালাউদ্দিন জুয়েলের সঞ্চালনায় এতে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সহ দপ্তর সম্পাদক মো. শাহেদুল ইসলাম, মো. এরশাদ, মো. আসমাইন, মো. ফরহাদ, আসিফুল আলম জুয়েল, ওয়াহিদুল ইসলাম ওয়াহিদ, মোরশেদ আলম, জয়নাল আবেদীন মানিক প্রমুখ।