দেশজুড়ে

দোহাজারীতে গায়ে হলুদের অনুষ্ঠানে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

  প্রতিনিধি ২৭ আগস্ট ২০২৩ , ৬:২২:৫৬ প্রিন্ট সংস্করণ

দোহাজারীতে গায়ে হলুদের অনুষ্ঠানে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় গায়ে হলুদের অনুষ্ঠানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোঃ জাহেদ হোসেন রুবেল (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (২৬ আগস্ট) দিবাগত রাত আড়াইটার দিকে দোহাজারী পৌরসভার ৭নম্বর ওয়ার্ডের ছালে আহমদ খলিফা পাড়া এলাকায় মৃত বশির আহমদের বাড়িতে এ দূর্ঘটনা ঘটে।

নিহত মো. জাহেদ হোসেন রুবেল সাতকানিয়া উপজেলার খাগরিয়া ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডস্থ লামার পাড়া এলাকার বাচা মিয়ার ছেলে। তিনি দোহাজারী পৌরসভাস্থ গাউছিয়া পুষ্পবিতান নামে একটি ভিডিও’র দোকানে ক্যামেরাম্যানের কাজ করতেন।

৭নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হারুণ-অর রশিদ প্রত্যক্ষদর্শীদের বরাতে জানান, শনিবার রাতে রায়জোয়ারা ছালে আহমদ খলিফা পাড়ার মৃত বশির আহমদের মেয়ের গায়ে হলুদের অনুষ্ঠান ছিল। সেখানে অনুষ্ঠান চলাকালে ভিডিও ক্যামেরায় বিদ্যুতের লাইন দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে যান ওই যুবক। পরে অচেতন অবস্থায় তাকে দোহাজারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দোহাজারী হাসপাতালে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মোঃ সাইফুল্লাহ চৌধুরী বলেন, শনিবার দিবাগত রাত ২টা ৫০ মিনিটের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত এক যুবককে আনা হয়। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

খাগরিয়া ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সেলিম উল্লাহ সেলিম বলেন, চরখাগরিয়া লামার পাড়া এলাকার বাচা মিয়ার ৪ছেলে ১মেয়ের মধ্যে জাহেদ হোসেন রুবেল সবার ছোট। শনিবার রাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুবরণ করার পর রবিবার বাদে জোহর নতুন চরখাগরিয়া রওশনমাঝি শাহী জামে মসজিদ প্রাঙ্গণে জানাযা নামাজ শেষে স্থানীয় কবর স্থানে তার লাশ দাফন করা হয়।

এব্যাপারে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

আরও খবর

Sponsered content

Powered by