প্রতিনিধি ১৬ ফেব্রুয়ারি ২০২৫ , ৭:২৬:৪১ প্রিন্ট সংস্করণ
চট্টগ্রাম সিটি কর্পোরেশন, রোটার্যাক্ট ক্লাব অব মেডিক্যাল কমিউনিটি ও পিএইচআর কমিউনিকেশন লিমিটেডে‘র যৌথ আয়োজনে উদ্বোধন হয়েছে চট্টগ্রাম আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২৫। চট্টগ্রাম এম এ আজি স্টেডিয়ামে রোববার (১৬ ফেব্রুয়ারি) সকালে এই বিশ্ববিদ্যালয় ভিত্তিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সচিব আশরাফুল আমিন।
উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় প্রিমিয়ার ইউনিভার্সিটি বনাম সার্দান ইউনিভার্সিটি সকাল ১০ টায়। দুই দলের খেলোয়াড়দের চমৎকার পারফরম্যান্সে শুরুতেই দর্শকদের মধ্যে বিপুল উদ্দীপনার সৃষ্টি হয়। মাঠজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ এবং উভয় দলের সমর্থকরা দলকে উৎসাহিত করতে গ্যালারিতে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি করে।
দিনের অপর দুটি ম্যাচ হলো, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বনাম ইউএসটিসি এবং পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বনাম ইনস্টিটিউট অফ অ্যাপ্লাইড হেলথ সাইন্স। এ বছর ১২টি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে আয়োজিত এ প্রতিযোগিতা ২৫ ফেব্রুয়ারী গ্র্যান্ড ফিনালের মাধ্যমে সমাপ্ত হবে। প্রতিদিন ৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
উদ্বোধন অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সচিব আশরাফুল আমিন বলেন, চট্টগ্রাম ক্রীড়াঙ্গনের প্রাণকেন্দ্র এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ের এই টুর্নামেন্ট আমাদের শিক্ষার্থী ও যুব সমাজকে ক্রীড়ার প্রতি অনুপ্রাণিত করবে। সিটি কর্পোরেশন সবসময় ক্রীড়াবান্ধব উদ্যোগকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও করবে।