দেশজুড়ে

নরসিংদীতে সন্ধ্যা ৬ টার পর বাইরে বের হলেই ব্যবস্থা

  প্রতিনিধি ১৭ জুন ২০২০ , ১২:৩৬:০৭ প্রিন্ট সংস্করণ

নরসিংদী প্রতিনিধিঃ নরসিংদী জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নেতৃত্বে নরসিংদী সদর-সহ, মাধবদী, পলাশ, শিবপুর মডেল, মনোহরদী, রায়পুরা ও বেলাব থানাধীন বিভিন্ন স্থানে গণজমায়েত রোধ ও সামাজিক দূরত্ব বজায় রাখার লক্ষ্যে কঠোর অবস্থানে রয়েছে জেলা পুলিশ। সন্ধ্যা ৬টার পর কেউ ঘরের বাইরে বের হবেন না। অযথা কেউ যেনো বাহিরে ঘুরাঘুরি করতে না পারে সেজন্য বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসানো হয়েছে। এ নির্দেশ অমান্য করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া করোনাভাইরাসে আক্রান্ত এলাকা হতে নরসিংদী জেলায় আগত ব্যক্তিদের চিহ্নিত করে তাদের হোম কোয়ারেন্ট নিশ্চত করেন এবং জরুরী প্রয়োজনে বাহিরে বের হলে সামাজিক দূরত্ব বজায় রেখে চলার জন্য আহবান জানানো হচ্ছে নরসিংদী জেলা পুলিশের পক্ষ থেকে ।

আরও খবর

Sponsered content

Powered by