প্রতিনিধি ১৩ ডিসেম্বর ২০২৩ , ৬:৪০:০৯ প্রিন্ট সংস্করণ
চট্টগ্রাম ওয়াসার বিভিন্ন প্রকল্পের আর্থিক দুর্নীতির ও নিয়োগে অনিয়ম তদন্তে দুনীতি দমন কমিশন (দুদক) টিম চট্টগ্রাম ওয়াসায় অভিযান পরিচালনা করেছে।
বুধবার (১৩ ডিসেম্বর) সকালে দুদকের উপ-পরিচালক ফখরুল ইসলামের নেতৃত্বে তিন সদস্যের একটি এ টিম চট্টগ্রাম ওয়াসায় যায়।
বিষয়টি নিশ্চিত করে দুদকের উপ-পরিচালক ফখরুল ইসলাম বলেন, ‘অনেক আগে থেকে চট্টগ্রাম ওয়াসার বিরুদ্ধে বিভিন্ন প্রকল্পে দুর্নীতির অভিযোগ এসেছিল। তাছাড়া সদ্য ওয়াসার পাম্প অপারেটর নিয়োগ বিষয়ে অভিযোগ আছে। এসব বিষয়ে বুধবার প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ করেছি। সবকিছু যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করবো।’
চট্টগ্রাম ওয়াসার প্রধান প্রকৌশলী মাকসুদ আলম বলেন, ‘চট্টগ্রাম ওয়াসায় ঠিকাদার ও পরামর্শক নিয়োগ কীভাবে হয় এসব বিষয়ে খবর নেওয়ার জন্য দুদকের একটি টিম এসেছিল। জরুরী কাগজপত্র সংগ্রহ করার পর এমডি স্যারের সঙ্গে কথা বলে তাঁরা চলে যান।’