দেশজুড়ে

বরগুনায় ইউপি চেয়ারম্যানের মুক্তির দাবিতে জেলেদের মানববন্ধন 

  প্রতিনিধি ২৪ এপ্রিল ২০২০ , ১২:২৩:০৮ প্রিন্ট সংস্করণ

বরগুনা জেলা প্রতিনিধিঃ জেলেদের চাল আত্মসাতের অভিযোগে কারাগারে পাঠানো বরগুনার পাথরঘাটায় ৬ নং কাকচিড়া  ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন পল্টুকে নিঃস্বার্থ  মুক্তির দাবিতে সামাজিক দূরত্ব বজায় রেখে কয়েকশত জেলেদের মানববন্ধন। বৃহস্পতিবার ৩ টার দিকে উপজেলার কাকচিড়া ইউনিয়নের কালিরচড় নদীরপার এলাকায় এমানববন্ধন করে মাছধরা জেলেরা। 

এসময় নদীতে মাছধরা জেলেরা বলেন, আমাদের চেয়ারম্যান আলাউদ্দিন পল্টু একজন ভালো মানুষ। আমাদের ইউনিয়নে প্রায় দুই হাজারের মতো মাছ ধরা জেলে রয়েছে। সরকারি জেলেদের যে বরাদ্দ রয়েছে ৫৫৬ জনের।

কিন্তু বাকি যারা রয়েছেন তারা কি খাবে তাই মহামারী করোনা ভাইরাসের কারণে সবাই কর্মহীন হয়ে পড়ায় আমাদের চেয়ারম্যান আলাউদ্দিন পল্টু ৫৫৬ জনের চাল পনেরশো জেলের মাঝে ভাগ করে দিয়েছে। তাই কিছু কুচক্রী মহলের লোকজন মিলিত হয়ে প্রশাসনকে ভুলবুঝিয়ে চেয়ারম্যানকে গ্রেপ্তার করিয়েছে। আমরা আমাদের চেয়ারম্যান কে অনতিবিলম্বে নিঃশর্ত মুক্তি চাই।

আরও খবর

Sponsered content

Powered by