চট্টগ্রাম

চট্টগ্রাম ওয়াসায় দুদক’র হানা

  প্রতিনিধি ২০ ফেব্রুয়ারি ২০২৫ , ৭:৩৬:০৪ প্রিন্ট সংস্করণ

চট্টগ্রাম ওয়াসায় দুদক’র হানা

নানা অনিয়ম দুর্নীতি খতিয়ে দেখতে চট্টগ্রাম ওয়াসায় হানা দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে এ অভিযান চালায় দুদক চট্টগ্রাম সমন্বিত কার্যালয়- ১ এর সহকারী পরিচালক সাইদ মোহাম্মদ ইমরানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

এসময় দুদকের ৪ সদস্যের প্রতিনিধি দল ওয়াসা সচিব ও স্যুয়ারেজ প্রকল্পের পরিচালকের সঙ্গে কথা বলেন। পরে ওয়াসা পরিদর্শনের বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে দুদক কর্মকর্তা সাইদ মোহাম্মদ ইমরান জানান, ওয়াসার স্যুয়ারেজ প্রকল্পের নির্মাণাধীন একটি প্ল্যান্টের গায়ে ফাটল দেখা দিয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকশিত হয়েছে। এর প্রেক্ষিতে দুদক টিম প্রকল্পে অনিয়ম-গাফিলতি হয়েছে কি-না তা তদন্তে ওয়াসা পরিদর্শনে এসেছি।

পাশাপাশি ওয়াসার সাবেক এমডি’র আমলে নিয়োগে অনিয়মসহ বিভিন্ন অনিয়মের বিষয়ে তথ্য সংগ্রহ করেছি। অনিয়ম হয়েছে কি-না, তা নথিপত্র পর্যালোচনা করে জানা যাবে।

আরও খবর

Sponsered content