চট্টগ্রাম

চট্টগ্রাম থেকে হজ্বের প্রথম ফ্লাইট মঙ্গলবার

  প্রতিনিধি ২১ মে ২০২৩ , ৫:০১:১১ প্রিন্ট সংস্করণ

চট্টগ্রাম ব্যুরো :

চলতি বছরে চট্টগ্রাম থেকে ৪১৯জন হাজীদের নিয়ে প্রথম ফ্লাইট যাত্রা করবে মঙ্গলবার (২৩ মে) ভোর ৫টায়। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে প্রথম হজ ফ্লাইটের যাত্রীদের আনুষ্ঠানিকভাবে বিদায় জানানোর জন্য আনুষ্ঠানিকতার আয়োজন করা হয়েছে। এ বছর চট্টগ্রাম থেকে ২০টি ডেডিকেটেড ফ্লাইটের মাধ্যমে হজযাত্রী পরিবহন করবে বাংলাদেশ বিমান। তারমধ্যে জেদ্দা যাবে ১৪টি আর মদিনা হয়ে যাবে ৬টি।

চট্টগ্রাম শাহ আমানত বিমান বন্দরের স্টেশন ম্যানেজার উইং কমান্ডার তাসলীম আহমেদ বলেন, হজযাত্রীদের অসুবিধা বা হয়রানিমুক্ত যাত্রা নিশ্চিত করতে আমরা ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি শেষ করেছি। ইনশাল্লাহ কোনো ধরণের হয়রানি বা কষ্ট করতে হবে না সম্মানিত হাজীদের।

আরও খবর

Sponsered content