প্রতিনিধি ১৮ মে ২০২৪ , ৭:৪৫:৩৬ প্রিন্ট সংস্করণ
চট্টগ্রাম নগরীর নগরের খুলশী এলাকায় অভিযান চালিয়ে ৮ ছিনতাইকারীকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৮ মে) সকালে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেপ্তার হওয়া ৮ ছিনতাইকারী হলো ফেনী জেলার মো. বেলালের পুত্র হেলাল বাদশা চৌধুরী (২৫), নোয়াখালী জেলার মো. মানিকের পুত্র মো. রাকিব হোসেন (২২), চাঁদপুর জেলার মো. রফিকের পুত্র মো. কাউসার (২২), পটুয়াখালী বাউফল এলাকার মো. রমজান আলীর পুত্র শেখ সাদি হাসান (২০), চন্দনাইশ উপজেলার ধোপাছডড়ি এলাকার মফিজুর রহমানের পুত্র আবদুর রহমান (২১), বরিশাল জেলার বাকেরগঞ্জ এলাকার মৃত মনি আক্তারের পুত্র মো. সাগর হোসেন (২৭) ও সিলেট জেলার রাজানগর এলাকার মো. নুরু ইসলামের পুত্র সাইফুল ইসলাম শান্ত (২৬)।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেয়ামত উল্লাহ বলেন, কিশোর গ্যাংয়ের ৮ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তারা ছিনতাইয়ের সঙ্গে জড়িত। তাদের কাছ থেকে একটি অস্ত্র উদ্ধার করা হয়েছে। তারা নগরীর বিভিন্ন স্থানে টার্গেট করে পথচারীদের জিনিসপত্র ছিনতাই করতো। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলে জানান তিনি।