চট্টগ্রাম

চট্টগ্রাম মহানগরীর ভোটের মাঠ যেরকম ছিলো

  প্রতিনিধি ৭ জানুয়ারি ২০২৪ , ৩:৩৮:৪০ প্রিন্ট সংস্করণ

চট্টগ্রাম মহানগরীর ভোটের মাঠ যেরকম ছিলো

দেশব্যাপী মহাসমারোহে অনুষ্ঠিত হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। দেশের অন্যান্য জেলার মতো চট্টগ্রামের ১৬টি আসনেও ছিলো উত্তাপ-নিরুত্তাপ ভোটের আয়োজন। কোথাও ঠান্ডা-কোথাও গরম, কোথাও চরম-কোথাও নরম দেখা গেছে চট্টগ্রাম মহানগরীর অনেক কেন্দ্রে। নগরীর চট্টগ্রাম-৮, চট্টগ্রাম-৯, চট্টগ্রাম-১০, চট্টগ্রাম-১১ আসনের বিভিন্ন কেন্দ্রে ঘুরে ভোটার উপস্থিতি দেখা গেছে খুবই কম। তবে কেন্দ্র সংশ্লিষ্টদের দাবি বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়বে। তবে বেশিরভাগ কেন্দ্রই দেখা গেছে ভাটার উপস্থিতি নেই। দুপুর ১ টা পর্যন্ত পাঁচ সাড়ে পাঁচ পার্সেন্ট কিংবা কোথাও তারচেয়েও কম ভোট পড়েছে। চট্টগ্রাম নগরীর কেন্দ্র ঘুরে যেসব চিত্র দেখা গেছে:

লতিফ ভোট দিলেন বারিক মিয়া স্কুলে : চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে নৌকার প্রার্থী গত তিনবারের এমপি এম এ লতিফ ভোট দিয়েছেন ৩৬নং গোসাইলডাঙ্গা ওয়ার্ডের বারিক মিয়া স্কুলে। তিনি সকাল সাড়ে ৯টার সময় ভোট প্রদান করেন। ভোটদান শেষে তিনি ভোটের পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন এবং জয় পরাজয় আল্লাহর হাতে ন্যস্ত বলে দাবি করেন।

নওফেল ভোট দিলেন আন্দরকিল্লা মুসিলম সোসাইটি কেন্দ্রে: চট্টগ্রাম-৯ (কোতোয়ালী-বাকলিয়া) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল ভোট দিয়েছেন আন্দরকিল্লা মুসলিম অ্যাডুকেশন সোসাইটি বিদ্যালয়ে কেন্দ্রে। ভোট দেওয়ার পর প্রতিক্রিয়া ব্যক্ত করে তিনি বলেন, বিএনপি জনগণকে নির্বাচন বর্জনের ডাক দিলেও তা প্রত্যাখাত হয়েছে। ভোটারদের ব্যাপক উপস্থিতিতে নির্বাচন অংশগ্রহণমূলক হচ্ছে।

পাহাড়তলী কলেজ কেন্দ্রে দুইজন গুলিবিদ্ধ: চট্টগ্রাম নগরীর পাহাড়তলী কলেজ কেন্দ্রে দু’পক্ষের সংঘর্ষে দু’জন গুলিবিদ্ধ হয়েছেন। তারা হলেন জামাল (৩২) ও শান্ত বড়ুয়া (৩০)। বিষয়টি নিশ্চিত করে নগর পুলিশের (উত্তর) উপ-পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোখলেছুর রহমান জানান, সকালে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছিল। হঠাৎ ফুলকপি মার্কা ও নৌকার সমর্থিতদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় দু’জন গুলিবিদ্ধ হয়েছেন। তাদেরকে মেডিকেলে চিকিৎসা দেয়া হচ্ছে।

নারীর আধিক্য: নগরীর বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে পুরুষের চেয়ে নারী ভোটারের উপস্থিতি বেশি। বেশি করে নতুন নারী ভোটারদের উপস্থিতি ছিলো লক্ষনীয়। পুরুষরা ঢিলেঢালাভাবে ঘুরাফিরা করায় লাইন দীর্ঘ হচ্ছেনা বলে কেন্দ্র সংশ্লিষ্টদের অভিমত। ধীরে ধীরে পুরুষ ভোটারের লাইন লম্বা হবে বলে তাদের অভিমত।

বিএনপি’র বাধা: ভোট বর্জনে থাকা বিএনপি নেতাকর্মীরা নগরীর দু/একটা কেন্দ্রের সামনে বিএনপি নেতাকর্মীরা বিক্ষোভ করার চেষ্টা করেছে। পুলিশী তৎপরতায় তারা দাড়াতে না পারলেও বিচ্ছিন্ন সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। নগরের চান্দগাঁওয়ে পুলিশের সঙ্গে বিএনপির সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। তাছাড়া চান্দগাঁও মৌলভী পুকুর পাড় এলাকায় স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের কোষাধক্ষ্য এম এ সালামের ভোটার নেওয়ার জন্য নিয়োজিত রিক্সা খালে ফেলে দিয়েছে বিএনপি নেতাকর্মীরা।

আরও খবর

Sponsered content

Powered by