চট্টগ্রাম

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল আজীবন সদস্য ফোরামের কমিটি গঠিত

  প্রতিনিধি ২৪ জুন ২০২৪ , ৭:৫৮:৩৯ প্রিন্ট সংস্করণ

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল আজীবন সদস্য ফোরামের কমিটি গঠিত

দেশে জনগণের অর্থায়নে পরিচালিত বৃহৎ হাসপাতাল চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের আজীবন সদস্যদের নিয়ে দীর্ঘদিন ধরে পরিচালিত হয়ে আসা চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল আজীবন সদস্য ফোরামের কমিটি গঠিত হয়েছে।

সোমবার (২৪ জুন) বিকালে নগরীর ফকিরহাটস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় ৫১ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠিত হয়। সভায় উপস্থিত সকলের সর্বসম্মত সিন্ধান্তক্রমে শামসুল মাওলাকে আহবায়ক, মোহাম্মদ ইলিয়াসকে সিনিয়র যুগ্ম আহবায়ক এবং ফজলুল করিম মুন্নাকে সদস্য সচিব করে এ কমিটি গঠিত হয়েছে।

সভায় হাসপাতালে সেবা কার্যক্রমকে স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন প্রস্তাব উত্থাপন করা হয়, যা হাসপাতাল পরিচালনা পর্ষদের সাথে আলোচনাপূর্বক বাস্তবায়নে সক্রিয় প্রচেষ্টা অব্যাহত থাকবে।

হাসপাতালের সেবার মান বৃদ্ধিতে আজীবন সদস্য ফোরাম যুগোপযোগী কর্মসূচী বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাওয়ার বিষয়ে ঐক্যমতে পৌঁছেন নেতৃবৃন্দ। শেষে শীঘ্রই পূর্ণাঙ্গ কমিটি গঠন করে তা প্রকাশ করারও সিন্ধান্ত গৃহীত হয়।

আরও খবর

Sponsered content