রাজশাহী

মহাদেবপুরে বিদ্যালয়ের ভবন নির্মাণ কাজের উদ্বোধন

  প্রতিনিধি ২৪ জুন ২০২১ , ৭:১৬:২১ প্রিন্ট সংস্করণ

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি :

নওগাঁর মহাদেবপুরে সরস্বতীপুর উচ্চ বিদ্যালয়ের ৪তলা একাডেমিক ভবন নির্মান কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সরস্বতীপুর উচ্চ বিদ্যালয় মাঠে ৪তলা একাডেমিক ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর ফিতা কেটে প্রধান অতিথি হিসাবে উদ্বোধন করেন ও বক্তব্য রাখেন সংসদ সদস্য মো. ছলিম উদ্দীন তরফদার সেলিম। উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. আবুল হোসেনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সায়েম।

এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আহসান হাবীব ভোদন, উপজেলা ভাইস চেয়ারম্যান অনুকুল চন্দ্র সাহা বুদু ও মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া রহমান পলি, মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আজম উদ্দীন মাহমুদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. হাবিবুর রহমান, উপজেলা যুবলীগের আহবায়ক বাবু আনসারি, সাবেক ব্যাংক কর্মকর্তা ও দিগন্ত প্রসারী সংঘের সভাপতি এ এম জিল্লুর রহমান বাচ্চু, যুবলীগ নেতা সাঈদ হাসান তরফদার শাকিল, ভীমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান হাসান আলী মন্ডল প্রমুখ।

আরও খবর

Sponsered content

Powered by