প্রতিনিধি ১৫ মার্চ ২০২৫ , ৮:০৬:১৫ প্রিন্ট সংস্করণ
পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকো’র রুহের মাগফেরাত, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের ব্যবস্থাপনায় ১,২ ও ৩নং ওয়ার্ডের যৌথ উদ্যোগে শনিবার (১৫ মার্চ) বিকালে পশ্চিম এলাহাবাদ আহমদিয়া সুন্নিয়া মাদরাসা মাঠে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
কাঞ্চনাবাদ ইউনিয়ন বিএনপির সদস্য সচিব শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা বিএনপির সদস্য সচিব আকম মোজাম্মেল হক।
বিশেষ অতিথি ছিলেন- কাঞ্চনাবাদ ইউনিয়ন বিএনপির আহবায়ক আব্দুস ছালাম কোম্পানি, বৈলতলী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব সেলিমুর রশিদ ভুইয়া, জোয়ারা ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ইস্কান্দর মির্জা, বৈলতলী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক এমএ রহিম, কাঞ্চনাবাদ ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক আবুল কাশেম, জোয়ারা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক দিদারুল আলম।
উপজেলা যুবদল নেতা এমএ নোমান শিবলীর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে আলোচনা অংশ নেন ৬নং ওয়ার্ড বিনপির সভাপতি বদিউল আলম, বিএনপি নেতা জামাল, যুবদল নেতা নয়ন, বাধন, সেলিম, আকাশ, বাচা প্রমুখ।