প্রতিনিধি ১৪ আগস্ট ২০২৪ , ৩:৫৯:৩২ প্রিন্ট সংস্করণ
ছাত্র-জনতার অভ্যুত্থানে কর্ম বিরতিতে যাওয়া পুলিশ সদস্যরা আবারও কর্মস্থলে যোগদান করতে শুরু করেছেন। চন্দনাইশে যোগদান করা পুলিশ সদস্যদের ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনসহ সাধারণ শিক্ষার্থীরা।
বুধবার (১৪ আগস্ট) সকালে উপজেলার দোহাজারী পৌরসভা সদরস্থ পুলিশ বক্সের সামনে এ ফুলেল শুভেচ্ছা বিনিময় হয়।
এতে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ ওবায়দুল ইসলাম, দোহাজারী ট্রাফিক ইনচার্জ মো. রফিকুল ইসলাম সহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
এ সময় শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছায় খুশি হয়ে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ তাদের ধন্যবাদ জানান ও তাদের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, বিগত দুইদিন থেকে চন্দনাইশ থানা পুলিশ কাজ করছেন। দোহাজারী পুলিশ তদন্ত কেন্দ্রের কার্যক্রম চালুর বিষয়ে তিনি জানান, ভাংচুর হওয়া তদন্ত কেন্দ্রটি মেরামত শেষে এটির কার্যক্রমও দ্রুত শুরু হবে। দোহাজারী ট্রাফিক ইনচার্জ সার্জেন্ট মো. রফিকুল ইসলাম বলেন, আমরা শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞ। আমাদের অনুপস্থিতিতে ব্যস্ততম মহাসড়কটিতে শৃঙ্খলার দায়িত্ব পালন করেছে তারা। ক্ষতিগ্রস্ত পুলিশ বক্সটি পরিষ্কার করে আপাতত কার্যক্রম শুরু করা হয়েছে। এখন থেকে নিয়মিতভাবে মহাসড়কে কাজ করবো আমরা।
শিক্ষার্থীরা জানান, চন্দনাইশ থানা পুলিশ ও ট্রাফিক পুলিশ সদস্যরা কাজ শুরু করেছেন। এতে সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে। আমরা আমাদের পক্ষ থেকে তাঁদের সকল প্রকার সহযোগিতা করতে প্রস্তুত আছি। তাঁরা কাজ শুরু করেছেন বলে আমরা তাঁদের ফুল দিয়ে বরণ করে নিয়েছি।
ফুলেল শুভেচ্ছা বিনিময়কালে আনসার কমান্ডার বদিউল আলম, শিক্ষার্থীদের মধ্যে ইয়াসিন আরাফাত রিসাত, রাকিব, জিকু, সাকিব, ইমতিয়াজ, নাহিয়ান, রাফসান সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।