চট্টগ্রাম

চন্দনাইশে বন‍্যায় ক্ষতিগ্রস্ত মৎস্য চাষিদের মাঝে মাছের পোনা বিতরণ

  প্রতিনিধি ১৭ অক্টোবর ২০২৪ , ৪:৩৫:৪৮ প্রিন্ট সংস্করণ

চন্দনাইশে বন‍্যায় ক্ষতিগ্রস্ত মৎস্য চাষিদের মাঝে মাছের পোনা বিতরণ

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় মৎস্য অধিদপ্তরের ২০২৪-২৫ অর্থবছরে রাজস্ব বাজেটের আওতায় ২০২৪ সালের বন্যা, অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত প্রান্তিক পর্যায়ের মৎস্যচাষিদের মাঝে মাছের পোনা বিতরণ করা হয়েছে। 

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ কমপ্লেক্সের সামনে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকর্তার দপ্তরের আয়োজনে এক অনুষ্ঠানের মাধ্যমে উপজেলার দুইটি পৌরসভা ও আটটি ইউনিয়নের ৯৩ জন প্রান্তিক মৎস্যচাষির মাঝে পুকুরের পরিমাপ অনুযায়ী ৭৯০ কেজি কার্পজাতীয় রুই, মৃগেল, কাতলা, কালিবাউশ ও গনিয়া মাছের পোনা বিতরণ করা হয়েছে।

পোনা বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চন্দনাইশ উপজেলার সহকারি কমিশনার (ভুমি) ও দোহাজারী পৌরসভার প্রশাসক ডিপ্লোমেসি চাকমা।

এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আরিফুল আলম, যুব উন্নয়ন কর্মকর্তা আ.ন.ম আবু ছালেহ , উপজেলা কৃষি কর্মকর্তা আজাদ হোসেন, মৎস‍্য সহকারি কর্মকর্তা সোলতান আহমদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content