ময়মনসিংহ

ইসলামপুরে নো মাস্ক, নো সার্ভিস

  প্রতিনিধি ১৮ নভেম্বর ২০২০ , ৬:৫০:০৪ প্রিন্ট সংস্করণ

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী জামালপুরের ইসলামপুর উপজেলায় করোনা ভাইরাসের সংক্রমণ রোধে ‘নো মাস্ক, নো সার্ভিস’ নীতি ব্যাপকভাবে বাস্তবায়নের লক্ষ্যে বুধবার সকালে উপজেলা চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসলামপুরে কর্মরত সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন এবং সাংবাদিকসহ সরকারী, বেসরকারী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার এস. এম. মাজহারুল ইসলাম বলেন, শীত মৌসুমে করোনার সংক্রমণ বাড়তে পারে, এমন আশঙ্কায় ‘নো মাস্ক, নো সার্ভিস’ নীতি বাস্তবায়ন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ‘নো মাস্ক, নো সার্ভিস’ বাস্তবায়ন করতে প্রয়োজনে সামাজিক আন্দোলন, প্রচারাভিযানসহ যেভাবেই হোক এই কার্যক্রমের বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন, মাস্ক ছাড়া কাউকে সরকারী ও বেসরকারী অফিসগুলোসহ দোকানপাটে সেবা দেওয়া হবে না। এই নির্দেশ অমান্য করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পরে তিনি ইসলামপুরে কর্মরত সাংবাদিকদের কাছে সহযোগিতা কামনা করেন। উল্লেখ্য, প্রাণঘাতী করোনা ভাইরাসে বিপর্যস্ত গোটা বিশ্ব। দ্বিতীয় দফায় ভাইরাসটির প্রকোপ আশংকা হারে বাড়ছে। এরই মধ্যে বিশ্বের বিভিন্ন দেশে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে। এর পরিপ্রেক্ষিতে নতুন করে কড়াকড়ি শুরু হয়েছে বিভিন্ন দেশে।

আরও খবর

Sponsered content

Powered by