চট্টগ্রাম

চন্দনাইশে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে পাঁচ ব্যবসায়ীকে জরিমানা

  প্রতিনিধি ২৫ নভেম্বর ২০২৪ , ৭:৪৫:৩৭ প্রিন্ট সংস্করণ

চন্দনাইশে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে পাঁচ ব্যবসায়ীকে জরিমানা
;

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে পণ্যের মোড়ক, মূল্যতালিকা ও ট্রেড লাইসেন্স না থাকার অভিযোগে পাঁচটি প্রতিষ্ঠানকে দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

সোমবার (২৫ নভেম্বর) বিকালে চন্দনাইশ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা এ দণ্ডাদেশ প্রদান করেন।

বিষয়টি নিশ্চিত করে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা বলেন, “বর্তমান সরকারের নির্দেশনার প্রেক্ষিতে ও নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে উপজেলার বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান চালানো হচ্ছে। সোমবার অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে পাঁচটি মামলায় দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।”

উপজেলা প্রশাসনের নিয়মিত ভ্রাম্যমান আদালতের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।

আরও খবর

Sponsered content