চট্টগ্রাম

চন্দনাইশে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির ছবি তোলা কার্যক্রম শুরু

  প্রতিনিধি ১৬ ফেব্রুয়ারি ২০২৫ , ৫:০৬:৫৫ প্রিন্ট সংস্করণ

চন্দনাইশে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির ছবি তোলা কার্যক্রম শুরু

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দুই পৌরসভা ও আট ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ করার পর ভোটারদের ছবি তোলা কার্যক্রম শুরু করেছে উপজেলা নির্বাচন অফিস।

উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে  কাঞ্চনাবাদ ইউনিয়নের হালনাগাদ করা নতুন ভোটারদের ছবি তোলা, আঙ্গুলের ছাপ দেওয়া ও চোখের আইরিশের প্রতিচ্ছবি দেওয়ার মাধ্যমে শুরু হওয়া কার্যক্রম শেষ হবে ধোপাছড়ি ইউনিয়নে আগামী ২২ ফেব্রুয়ারি বিকাল ৫টায়। বাদ পড়া সকল ভোটারদের ওই দিন চন্দনাইশ পৌরসভা কার্যালয়ে ছবি তোলার কার্যক্রম সম্পন্ন করা হবে।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক জানান, চন্দনাইশ উপজেলায় নতুন ভোটারদের ছবি তোলা কার্যক্রম গত ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে, চলবে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত। এর আগে গত ২০ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত উপজেলার দুই পৌরসভা ও আট ইউনিয়নের  ৯ হাজার ৭৪৮ জন নতুন ভোটারের তথ্য সংগ্রহ করেন তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজাররা। এবার ৫% ভোটার বাড়ার সম্ভাবনা রয়েছে৷ ছবি তোলার কেন্দ্রগুলোতেও নতুন ভোটাররা নিবন্ধিত হতে পারবেন বলে জানান তিনি।