চট্টগ্রাম

চন্দনাইশে যায়যায়দিনের ১৯তম বর্ষপূর্তি অনুষ্ঠান উদযাপন

  প্রতিনিধি ৮ জুন ২০২৪ , ৭:৫৩:৩৯ প্রিন্ট সংস্করণ

চন্দনাইশে যায়যায়দিনের ১৯তম বর্ষপূর্তি অনুষ্ঠান উদযাপন

চট্টগ্রামের চন্দনাইশে দৈনিক যায়যায়দিনের ১৯তম  বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে শনিবার (৮ জুন) দুপুর ১২টায় গাছবাড়িয়া সবুজ সংঘ কার্যালয়ে যায়যায়দিন চন্দনাইশ ফ্রেন্ডস ফোরামের উদ্যোগে কেক কাটা, বর্ণাঢ্য র‍‍্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।

যায়যায়দিন পত্রিকার চন্দনাইশ উপজেলা প্রতিনিধি ও চন্দনাইশ সাংবাদিক ঐক্য ফোরাম সভাপতি মোহাম্মদ কমরুদ্দীনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, চাটগাঁর সংবাদ পত্রিকার উপদেষ্টা সম্পাদক, চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সদস্য আবদুল কৈয়ূম চৌধুরী।

চন্দনাইশ সাংবাদিক ঐক্য ফোরাম সাধারণ সম্পাদক খালেদ রায়হান ও সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম রুবেল এর যৌথ সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, দৈনিক যায়যায়দিন চন্দনাইশ প্রতিনিধি এবং চন্দনাইশ সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি মোহাম্মদ কমরুদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মৌঃ মো. সোলায়মান ফারুকী, চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি আবিদুর রহমান বাবুল, দোহাজারী প্রেস ক্লাবের সভাপতি এসএম নাসির উদ্দিন বাবলু, যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম সভাপতি শিক্ষাবিদ আবুল বশর, কৃষকলীগ নেতা ইয়াছিন চৌধুরী, আবু সাইয়িদ চৌধুরী ছৈয়দ, মাষ্টার মনিরুল ইসলাম চৌধুরী।

অন‍্যদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন সাংবাদিক যথাক্রমে- মাষ্টার নুরুল আলম, চন্দনাইশ প্রেসক্লাব সাধারণ সম্পাদক নুরুল আলম, দোহাজারী প্রেসক্লাব সাধারণ সম্পাদক আজগর আলী সেলিম, এম.ফয়েজুর রহমান, এস.এম ওমর ফারুক, কামরুল ইসলাম মোস্তফা, এস.এম মুনতাসির, হেলাল উদ্দিন নিরব, আমিনুল্লাহ টিপু, আওয়ামীলীগ নেতা রেজাউল করিম চৌধুরী দুলাল, ছাত্রনেতা মাসুদ চৌধুরী প্রমুখ।

আরও খবর

Sponsered content