দেশজুড়ে

ইউএসএইড এর অর্থায়নে দরিদ্র পরিবারে সহায়তা প্রদান

  প্রতিনিধি ১২ নভেম্বর ২০২৩ , ৩:৩৮:৩৬ প্রিন্ট সংস্করণ

ইউএসএইড এর অর্থায়নে দরিদ্র পরিবারে সহায়তা প্রদান

বান্দরবানে মাল্টিপারপাস ডিজাস্টার শেল্টার সাপোর্ট (এমপিডিএস) প্রকল্পের অধিনে দরিদ্র ও প্রান্তিক পরিবারের জন্য জরুরী আশ্রয় এবং মেরামতের আইটেম সরবরাহ করন কর্মসূচির আওতায়, ইউএসএইড এর অর্থায়নে এবং কেয়ার বাংলাদেশ, গ্রাউস,সেইভ দ্যা চিলড্রেন এর সহযোগীতায় রবিবার ১২ই নভেম্বর সকালে বান্দরবান সদর উপজেলার তংক্ষ্যং পাড়া কেন্দ্রে বান্দরবানের সদর উপজেলা, নাইক্ষ্যংছড়ি,লামা সহ ৩ টি উপজেলায় বসবাসকারী স্থানীয় দরিদ্র পরীবারের মাঝে ২ বান করে ৪০০টি পরিবারের মাঝে ঢেউটিন এবং প্রতিটি পরিবারের মাঝে গৃহ মেরামত সামগ্রী এবং নগদ অর্থ সহায়তা হিসেবে ৫ হাজার টাকা করে সর্বমোট ২ লক্ষ টাকা প্রদান করা হয়েছে। 

এমপিডিএস প্রকল্প কর্মকর্তা আব্দুল মতিন তালুকদার,এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুহালং ইউনিয়নের ৫ নং ওয়ার্ড মেম্বার মাচিমং।এসময় আরো উপস্থিত ছিলেন প্রকল্প সমন্বয়কারী, মুনলিয়ান বম,সাংবাদিক মোঃ শহীদুল ইসলাম, সাংবাদিক আকাশ মার্মা মং সিং সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ এবং উপকার ভোগী জনসাধারণ। 

এসময় বক্তারা বলেন ইউএসএইড এর অর্থায়নে এবং কেয়ার বাংলাদেশ, গ্রাউস,সেইভ দ্যা চিলড্রেন এর সহযোগীতায় পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনসাধারণের জীবনমানের উন্নয়নে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে আসছে।এরই ধারাবাহিকতায় বান্দরবান জেলার ৩টি উপজেলার ৪০০টি দরিদ্র পরীবারের মাঝে গৃহ নির্মাণ ও মেরামত সামগ্রী ও নগদ অর্থ সহায়তা কার্যক্রম পরিচালনা করছে।এই সকল সহায়তার সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে।আগামীতেও এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে বলে জানান প্রকল্প সংশ্লিষ্টরা।

আরও খবর

Sponsered content

Powered by