চট্টগ্রাম

চন্দনাইশে সড়ক থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

  প্রতিনিধি ২৮ অক্টোবর ২০২৪ , ৩:৪৬:৫৫ প্রিন্ট সংস্করণ

চন্দনাইশে সড়ক থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বরকল-বৈলতলী সড়কের কালিরহাট এলাকায় সড়কের পাশ থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৮ অক্টোবর) সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে চন্দনাইশ থানা পুলিশ। তবে এখনও ওই ব্যক্তির পরিচয় শনাক্ত করা যায়নি।

চন্দনাইশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) যুযুৎসু যশ চাকমা জানান, “বুধবার সকালে চন্দনাইশ থানাধীন বরকল-বৈলতলী সড়কের কালিরহাট এলাকায় অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ পড়ে আছে এমন খবরের ভিত্তিতে থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। অজ্ঞাত ওই ব্যক্তির লাশ মাথা, মুখমণ্ডল বিচ্ছিন্ন অবস্থায় এবং হীপের মধ্যে দুই ইঞ্চি পরিমান গর্তের আঘাতের চিহ্ন এবং পেটের মধ্য থেতলা জখমের চামড়া ছেড়ানো, বুকের পাজর ভাঙ্গা অবস্থায় দেখা যায়। ধারনা করা হচ্ছে, অজ্ঞাত ওই ব্যক্তি মানসিক প্রতিবন্ধী ছিলেন এবং গভীররাতে ওই সড়কে বেপরোয়া গতির কোন গাড়ির ধাক্কায় নিহত হয়েছেন।”

চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমরান আল হোসাইন বিষয়টি নিশ্চিত করে বলেন, “স্থানীয়দের মাধ্যমে জানা যায় অজ্ঞাত ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ও ভবঘুরে ছিলেন। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক বিষয়টি দূর্ঘটনা মর্মে মতামত ব্যক্ত করেছেন। লাশের পরিচয় নিশ্চিতকল্পে ফিঙ্গার প্রিন্ট নেওয়ার জন্য সিআইডিকে খবর দেওয়া হয়েছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

আরও খবর

Sponsered content