প্রতিনিধি ২৬ ফেব্রুয়ারি ২০২৫ , ৩:৪৫:১৯ প্রিন্ট সংস্করণ
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার পাহাড় বেষ্টিত ধোপাছড়ি ইউনিয়নে পরকিয়া প্রেম করে বউ ভাগিয়ে নেওয়াকে কেন্দ্র করে মারামারির ঘটনায় স্ত্রীর দ্বিতীয় স্বামী মহিবুল্লাহ (৩২) এর হাতে প্রথম স্বামী শহীদুল ইসলাম (৩২) খুন হওয়ার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার ধোপাছড়ি ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডস্থ চরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শহীদুল ইসলাম ধোপাছড়ি ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মায়ানিমুখ এলাকার আবু ছালেহের ছেলে। সে পেশায় দিনমজুর ছিল।
পারিবারিক ও স্থানীয় সূত্র এবং ৪নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ জয়নাল আবেদীন জানান, শহীদুল ইসলাম কয়েক বছর আগে পারিবারিক ভাবে মহেশখালী এলাকার তাছলিমা আক্তারকে বিয়ে করেন। স্বাভাবিকভাবে চলছিল তাদের সংসার। কয়েক মাস পূর্বে তাছলিমার সাথে পরিচয় হয় দিনমজুর মহিবুল্লাহর, এক পর্যায়ে তারা পরকীয়ার জড়িয়ে পড়েন। দুই মাস আগে তাছলিমা তার স্বামী শহীদুলকে তালাক দিয়ে মহিবুল্লাহ কে বিয়ে করেন।
আজ (মঙ্গলবার) দুজনেই আলাদাভাবে জঙ্গলে কাজে যায়। অতীতের জের ধরে তাদের মধ্যে ঝগড়া হয়। দুপুরে মহিবুল্লাহকে আহত অবস্থায় পালিয়ে যেতে দেখেন স্থানীয়রা। সারাদিন শহীদুল বাড়িতে না আসায় স্বজনরা সন্ধ্যা ৭ টার দিকে তাকে খুঁজতে বের হলে জঙ্গলে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খুনি মহিবুল্লাহ রোহিঙ্গা নাগরিক হলেও ধোপাছড়িতে বসবাস করে। সে রহমত উল্লাহর ছেলে।
চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নুরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, এবিষয়ে নিহতের ভাই তৌহিদুল ইসলাম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আসামি গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।