চট্টগ্রাম

চন্দনাইশ ও দোহাজারী হাসপাতালে আকস্মিক পরিদর্শনে সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম

  প্রতিনিধি ৯ ফেব্রুয়ারি ২০২৫ , ৪:৫৬:০০ প্রিন্ট সংস্করণ

চন্দনাইশ ও দোহাজারী হাসপাতালে আকস্মিক পরিদর্শনে সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম

চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং দোহাজারী ৩১শয্যা বিশিষ্ট হাসপাতাল পরিদর্শন করেছেন।

শনিবার সন্ধ্যায় হাসপাতাল দুইটির বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করে ভর্তিকৃত রোগীদের চিকিৎসা সেবা ও খাদ্য প্রদান সম্পর্কে খোঁজ খবর নেন তিনি। এছাড়া ডাক্তার, নার্স, সেকমো ও কর্মচারীদের খোঁজখবরও নেন। হাসপাতালের চিকিৎসক, সেকমো, নার্সদের উপস্থিতি, পরিষ্কার-পরিচ্ছন্নতা, সেবার মান ও সার্বিক বিষয়ে সন্তোষ প্রকাশ করে এর ধারাবাহিকতা বজায় রেখে সেবার গুণগত মাণ বৃদ্ধির নির্দেশনা প্রদান করেন তিনি।

প্রত্যেক চিকিৎসক চেম্বারে যেভাবে রোগী দেখেন, সেভাবে হাসপাতালেও বিনা পয়সায় রোগীদের আন্তরিকভাবে সেবা দেওয়া এবং রোগীদের কথা মনোযোগ দিয়ে শোনা, জরুরি বিভাগে গ্যাস্ট্রিক ও হার্টের ইঞ্জেকশন, স্যালাইন সহ জীবন রক্ষাকারী বিভিন্ন ওষুধ রাখার নির্দেশনা প্রদান করেন তিনি। দোহাজারী হাসপাতালের এক্স-রে যন্ত্র, ডেন্টাল চেয়ার সহ অকেজো যন্ত্রপাতির তালিকা করে তাঁর দপ্তরে জমা দেওয়ার নির্দেশনা প্রদান করেন। হাসপাতালের জনবল স্বল্পতা সহ অন্যান্য সমস্যাগুলো দ্রুততম সময়ে সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন তিনি।

এই সময় উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. আবু রাশেদ মো. নুরুদ্দীন, মেডিকেল অফিসার ডা. তানিয়া সুলতানা, ডা. সৈকত ভট্টাচার্য, দোহাজারী হাসপাতালের মেডিকেল অফিসার ডা. রিপন নাথ, ডা. আবদুল্লাহ শাহরিয়ার মিশু, ডা. রাকিবুল হাসান মারুফ, নার্সিং সুপারভাইজার কৃষ্ণা বড়ুয়া, তাপসী দাশ, দোহাজারী হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স মুসলিমা নাজনীন, চুমকি দেবী, ইয়াসমিন আকতার সহ দুইটি হাসপাতালের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা।

আরও খবর

Sponsered content