চট্টগ্রাম

চন্দনাইশ পৌরসভায় এলডিপি’র ১৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন 

  প্রতিনিধি ২৮ অক্টোবর ২০২৪ , ৮:০৭:৫৫ প্রিন্ট সংস্করণ

চন্দনাইশ পৌরসভায় এলডিপি'র ১৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন 

আনন্দ র‍্যালি, কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভায় উদযাপিত হয়েছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি’র) ১৯তম প্রতিষ্ঠা বার্ষিকী।

সোমবার (২৮ অক্টোবর) বিকালে চন্দনাইশ পৌরসভা লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ও অঙ্গসংগঠনসমূহের উদ্যোগে আনন্দ র‍্যালীটি পৌরসদরের শাহ্ আমিন পার্ক থেকে শুরু করে উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক ও চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক প্রদক্ষিণ করে খানহাট ওয়ান আজিজ মার্কেটের সামনে এসে বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন কার্যক্রম শুরু হয়।

পরে চন্দনাইশ পৌরসভা এলডিপির সভাপতি এম আইনুল কবিরের সভাপতিত্বে ও চন্দনাইশ পৌরসভা গনতান্ত্রিক যুবদল সভাপতি মোহাম্মদ মহিউদ্দিনের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা এলডিপির উপদেষ্টা ও চন্দনাইশ পৌরসভার সাবেক মেয়র মো. আইয়ুব কুতুবী। উদ্বোধক ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জসীম উদ্দিন আহমেদ। প্রধান বক্তা ছিলেন চন্দনাইশ পৌরসভা এলডিপির সাধারণ সম্পাদক আকতার উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা এলডিপির সাংগঠনিক সম্পাদক আবিদুর রহমান বাবুল, পৌরসভা এলডিপির সিনিয়র সহ-সভাপতি আবদুল মাবুদ, সাংগঠনিক সম্পাদক জমির হোসেন, মোজাম্মেল হক তালুকদার প্রমুখ।

অনুষ্ঠানে চন্দনাইশ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), গণতান্ত্রিক যুবদল, ছাত্রদল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন। 

আরও খবর

Sponsered content