চট্টগ্রাম

বেশি দামে চিনি বিক্রির অভিযোগে চট্টগ্রামে ব্যবসায়ী গ্রেফতার

  প্রতিনিধি ২১ এপ্রিল ২০২৪ , ৬:০৭:০০ প্রিন্ট সংস্করণ

বেশি দামে চিনি বিক্রির অভিযোগে চট্টগ্রামে ব্যবসায়ী গ্রেফতার

চট্টগ্রাম নগরীতে বেশি দামে ভারতীয় চিনি বিক্রির অভিযোগে মো. বোরহান আলমদার (২৭) নামে এক ব্যবসায়ী গ্রেপ্তার হয়েছেন। এ সময় উদ্ধার করা হয়েছে অবৈধ পন্থায় আমদানিকৃত ৫০০ বস্তা ভারতীয় চিনি। জব্দ করা হয় চিনি পরিবহনে ব্যবহৃত লরিটিও।

রোববার (২১ এপ্রিল) র‌্যাব সূত্রে নিশ্চিত করা হয়, শনিবার নগরীর বাকলিয়া থানাধীন মধ্যম চাকতাই চাউল পট্টি এলাকায় অভিযান চালায় র‌্যাব-৭। আটককৃত মো. বোরহান আলমদার (২৭) চট্টগ্রাম জেলা পটিয়া থানাধীন আলমদার পাড়ার মো. আমিন শরীফের ছেলে।

র‌্যাব সূত্রে আরও জানা যায়, নগরীর চাউল পট্টি এলাকায় শুল্ক ফাঁকি দিয়ে আমদানি করা ভারতীয় চিনি বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে এক ব্যবসায়ী- এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

পরবর্তীতে আটকৃত ঐ ব্যবসায়ীর দেখানো মতে একটি লরির ভিতর থেকে ৫০০ বস্তা (২৫ মেট্রিক টন) ভারতীয় চিনি এবং চিনি পরিবহণে ব্যবহৃত ১টি লরি জব্দ করা হয়। উদ্ধারকৃত ভারতীয় চিনির আনুমানিক মূল্য ৩৭ লক্ষ ৫০ হাজার টাকা।

আরও খবর

Sponsered content

Powered by