ঢাকা

চলমান পরিস্থিতিতে অতিরিক্ত বল প্রয়োগ না করার আহ্বান – সেনাপ্রধান

  প্রতিনিধি ২৪ ফেব্রুয়ারি ২০২৫ , ৩:১৭:৪৩ প্রিন্ট সংস্করণ

চলমান পরিস্থিতিতে অতিরিক্ত বল প্রয়োগ না করার আহ্বান - সেনাপ্রধান

দেশের চলমান পরিস্থিতিতে অতিরিক্ত বল প্রয়োগ না করতে সেনা সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান।

সোমবার দুপুরে সাভার ক্যান্টনমেন্টে ফায়ারিং প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে তিনি এ কথা বলেন। 

সেনাবাহিনী প্রধান এসময় আরো বলেন, বাংলাদেশ সেনাবাহিনী দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় কাজ করে যাচ্ছে। আমরা ভাবছিলাম যে দ্রুত কাজ শেষ করে ক্যান্টনমেন্টে ফিরে যাবো কিন্তু কাজটা দীর্ঘদিন ধরে করে যেতে হচ্ছে কিন্তু আমরা জানি যে কাজটা বহুদিন ধরে করে যেতে হচ্ছে তাই আমাদের ধৈর্য রাখতে হবে এবং পেশা দায়িত্বের সাথে  কাজটা সম্পন্ন করতে হবে। সুতরাং দেশ ও জাতির জন্য আমাদের কাজ করে যেতে হবে এবং যতদিন আমরা দেশে একটা নির্বাচিত সরকার না পাই, ততদিন শান্তি-শৃঙ্খলা রক্ষায় আমাদের কাজ করে যেতে হবে দায়িত্ব পালনের সময় উশৃংখল কাজ করা যাবে না, এটা আমাদের খেয়াল রাখতে হবে এবং কাজ করতে গিয়ে বল প্রয়োগ করা যাবে না যেটা না করলেই না হয়, সেটুকু বল প্রয়োগ করে কাজ করতে হবে বলেও বলেন তিনি। 

এসময় সেনাবাহিনীর প্রধান নিজে ফায়ারে অংশগ্রহণ করেন। সাভার সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মঈন খানসহ সেনাবাহিনীর উদ্বোধন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন তেতত্রিশ পদাতিক ডিভিশন। আর রানার আপ হয়েছেন ৭ বিগ্রেড ডিভিশন।

আরও খবর

Sponsered content