দেশজুড়ে

চাঁদাবাজি বন্ধের দাবীতে স্বারকলিপি পেশ

  প্রতিনিধি ১৮ এপ্রিল ২০২২ , ৬:৫৯:২১ প্রিন্ট সংস্করণ

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের গৌরীপুরে (১৮ এপ্রিল) সোমবার উপজেলার বোকাইনগরের ইউনিয়নের রিক্সা, অটো রিক্সা চালক, ও মালিকগন পৌরসভার নামে চাঁদাবাজি বন্ধের দাবীতে উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে স্বারকলিপি পেশ করে। দুপুর দুইটায় উপজেলা পরিষদের আমতলা চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মারুফের কাছে স্বারকলিপি প্রদান করে।

এ সময় উপস্থিত ছিলেন বোকাইনগরের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল মুক্তাদির শাহীন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহেল রানা পাপ্পু। স্বারকলিপি প্রদান কালে কাশিম পুরের রিক্সা ডাইভার আঃ মোতালেব,বাহাদুর পুরের সিরাজ পাগল,বাঘবেরের জয়নাল আবেদীনও বোকাইনগরের সিদ্দিক বক্তব্য রাখেন।
স্বারক লিপিতে উল্লেখ করা হয় প্রতিদিন রিক্সা, আটো রিক্সা বের হইলে বিভিন্ন রাস্তা আটকিয়ে ১০ টাকা করে চাঁদা তুলে। যা আমাদের পক্ষে বহন করা সম্ভব নয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মারুফ তাদের আশ্বস্ত করে বলেন, আজ থেকে চাঁদা উঠানো স্থগিত করা হলো। পরে পৌরসভার মেয়র ঢাকা থেকে আসলে আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত নেয়া হবে।

আরও খবর

Sponsered content