রাজশাহী

চাঁপাইনবাবগঞ্জে দুই মাদকসেবীর কারাদন্ড

  প্রতিনিধি ২৪ অক্টোবর ২০২০ , ৪:১৭:০৭ প্রিন্ট সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

প্রকাশ্যে মাদক সেবনের দায়ে চাঁপাইনবাবগঞ্জের কানসাট ইউনিয়ন আ’লীগ সেক্রেটারি রেজাউল করিম (৩৯) ও তার সঙ্গী রিপন আলীকে (৩৩) ভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে পারকানসাট রাজার আমবাগান নামক স্থানে তাদের হাতেনাতে আটক করে এই সাজা দেন এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার সাকিব-আল-রাব্বি। এসময় ২০১৮ সালের মাদক নিয়ন্ত্রণ আইনের ৩৬(১),(১৬) ধারায় রেজাউল করিমকে দেড় বছর ও রিপন আলীকে দুই বছর কারাদন্ড,৫০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ৩ মাস বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন আদালত।

দন্ডিত রেজাউল করিম কানসাট ইউনিয়ন আ’লীগ সেক্রেটারি ও ওই ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামের আতাউর রহমানের ছেলে। রিপন আলী একই এলাকার মৃত আলতামাস আলীর ছেলে। রিপনের বিরুদ্ধে মাদক সংক্রান্ত একাধিক অভিযোগ ও মামলার কথা জানা গেছে।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুল আলম শাহ বলেন, গত শুক্রবার রাতে পুজা মন্ডপ পরিদর্শনের এক পর্যায়ে ইউএনও সরকারী নিয়ন্ত্রণাধিন রাজার বাগানে একটি ভাঙ্গা গাছ দেখতে গেলে মাদক সেবনের জন্য একদল লোকের জটলা তার নজরে আসে। এসময় তাকে দেখে অন্যরা পালিয়ে গেলেও আটক হন দন্ডিতরা। তাদের রাতেই কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।

 

আরও খবর

Sponsered content

Powered by