দেশজুড়ে

চাটমোহরে পবিত্র রমজান মাসব্যাপী সবজি বিতরণ

  প্রতিনিধি ২৫ এপ্রিল ২০২০ , ৫:১৪:৪০ প্রিন্ট সংস্করণ

চাটমোহর (পাবনা) প্রতিনিধি : করোনাভাইরাসের সংক্রমণ ও বিপর্যয় প্রতিরোধে কর্মহীন, ঘরে থাকা অসহায় দরিদ্র পরিবারের পাশে দাঁড়িয়েছে চাটমোহর অরবিট্ল লিংক স্কুল এন্ড কলেজ ও আলেয়া ফাউন্ডেশন। রংধনু যুব সংঘের পরিচালনায় পবিত্র রমজান মাসব্যাপী প্রয়োজনীয় সবজি বিতরণ করা হচ্ছে। রমজান মাসের প্রতি শনিবার ও মঙ্গলবার এই একশ’ পরিবার তেল, লবন, পেঁয়াজ, রসুন, ডাল, ডিম, আলু, বেগুন, ঢেঁড়শসহ কাঁচা তরিতরকারি পাবে। শনিবার সকালে অরবিট্ল লিংক স্কুল চত্বরে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হান। এসময় সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) সজীব শাহরীন, এই কর্মসূচির মূল উদ্যোক্তা অরবিট্ল লিংক শিক্ষা পরিবারের প্রতিষ্ঠাতা ও সভাপতি অধ্যক্ষ এম এ মতিন, আলেয়া ফাউন্ডেশনের সভাপতি মো. জিয়াউর রহমান, অধ্যক্ষ আলী হায়দার সরদার, প্রধান শিক্ষক আ. গফুর, যুবলীগের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, প্রভাষক জমিন উদ্দিন, সাংবাদিক হেলালুর রহমান জুয়েল, মো. আ. সালামসহ অন্যরা উপস্থিত ছিলেন। মূল উদ্যোক্তা অধ্যক্ষ এম এ মতিন জানান, সপ্তাহের প্রতি শনিবার ও মঙ্গলবার প্রতিটি বাড়িতে সবজি পৌঁছে দেওয়া হবে। এজন্য সবাইতে নিজের স্বার্থেই ঘরে থাকতে হবে। মূলতঃ বাজার ও জনসমাগম এড়িয়ে বাড়িতে থাকার জন্য চাটমোহর পৌরসভার ২ ৩ ও ৪ নং ওয়ার্ডের একশ’ পরিবারকে এই সহায়তা দেওয়া হচ্ছে।
ইতোপূর্বে অরবিট্ল লিংক শিক্ষা পরিবার চাটমোহরের চিকিৎসক, সাংবাদিক, ব্যবসায়ীসহ বিভিন্ন পেশার মানুষকে ৫শটি পিপিই প্রদান করেছে। এছাড়া দরিদ্রদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে। 
 
 

আরও খবর

Sponsered content

Powered by