রংপুর

পঞ্চগড়ে ঐতিহাসিক হানাদার মুক্ত দিবস পালন

  প্রতিনিধি ২৯ নভেম্বর ২০২০ , ৫:২১:২৭ প্রিন্ট সংস্করণ

পঞ্চগড় প্রতিনিধি: আজ ২৯ নভেম্বর। ঐতিহাসিক পঞ্চগড় হানাদার মুক্ত দিবস। নানা কর্মসূচির মাধ্যমে পঞ্চগড়ে এই দিবসটি পালিত হয়েছে। দিবসের শুরুতে সকাল ৯ টায় সার্কিট হাউস চত্বরের বঙ্গবন্ধু মুর‌্যালে পুস্পমাল্য অর্পণের মধ্য দিয়ে দিবসটি সূচনা হয়। পরে মুক্তিযুদ্ধ চত্বর স্মৃতি ফলক ও জেলা পরিষদ চত্বরে অবস্থিত ৭১ এর বধ্যভ‚মিতে পুস্পমাল্য অর্পণ ও সকল শহীদ মুক্তিযোদ্ধাদের রুহের মাখফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এরপর মুক্তিযুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন, পঞ্চগড় জেলা প্রশাসক ড.সাবিনা ইয়াসমিন,পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, সদর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, পৌর মেয়র তৌহিদুল ইসলাম, পঞ্চগড় জেল মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন প্রধানসহ মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধার সন্তানসহ, নানা শ্রেণি পেশার মানুষ অংশ নেয়। উল্লেখ্য, ৭১’র এই দিনে মুক্তিকামী জনতা কঠিন লড়াইয়ের মধ্য দিয়ে পঞ্চগড়কে পাকিস্তান হানাদার মুক্ত করেছিলেন। মুক্তিকামী মুক্তিযোদ্ধা এবং পঞ্চগড়ের আপামর জনসাধারণের জন্য তাই এই দিনটি অনেক আনন্দের ও ঐতিহাসিক দিন।

আরও খবর

Sponsered content

Powered by