দেশজুড়ে

চাটমোহরে স্বেচ্ছায় লকডাউন

  প্রতিনিধি ১০ এপ্রিল ২০২০ , ৬:৫১:৩৮ প্রিন্ট সংস্করণ

চাটমোহর (পাবনা) প্রতিনিধি : করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে ও সামাজিক দুরত্ব নিশ্চিত করতে পাবনার চাটমোহর উপজেলার বিভিন্ন এলাকায় স্বেচ্ছায় লকডাউন করেছেন স্থানীয়রা। 
চাটমোহর পৌরসভার আফ্রাতপাড়া মহল্লাবাসী স্বেচ্ছায় লকডাউন ঘোষনা কেেরছে। তারা মহল্লায় প্রবেশের সকল রাস্তা বাঁশ দিয়ে ব্যারিকেড তৈরি করেছে। তবে এই লকডাউন নিয়ে নানাজনের প্রতিক্রিয়া দেখা দিয়েছে। লকডাউনের কারণে জরুরী রোগিবাহী এ্যাম্বুলেন্স কিংবা অন্যান্য খাদ্য বহনকারী গাড়ি চলাছল করতে পারছেনা। এদিকে আফ্রাতপাড়ার নাপিতপাড়া এলাকায় মাদকসেবীদের আড্ডা বেড়েছে। প্রশাসনের পদক্ষেপ দাবি করেছেন মহল্লাবাসী। 
এদিকে উপজেলার সমাজ,নিমাইচড়া,নবীন,চরনবীন গ্রামের মানুষ নিজেরাই নিজেদের বাড়ি লকডাউন করেছেন। কারণ এসকল গ্রামে ৭০ জনের অধিক শ্রমিক চাঁদপুর ও মাদারীপুর থেকে ফিরেছেন। অতি প্রয়োজন ছাড়া কেউ বাড়ির বের হচ্ছেন না। উপজেলার ছাইকোলা এলাকায় গুমানী নদীর উপর  তৈরি বাঁশের সাঁকো তুলে দেওয়া হয়েছে। যাতে কেউ গ্রামে ঢুকতে না পারে। এরআগে উপজেলার কাটাখালী গ্রামকে লকডাউন করেছে উপজেলা প্রশাসন। 

 

আরও খবর

Sponsered content

Powered by