চট্টগ্রাম

চান্দগাঁও থানা হাজতে আসামির অস্বাভাবিক মৃত্যু

  প্রতিনিধি ৩ জুলাই ২০২৪ , ৩:৩৩:৫৭ প্রিন্ট সংস্করণ

চান্দগাঁও থানা হাজতে আসামির অস্বাভাবিক মৃত্যু

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানায় গ্রেপ্তার হওয়া এক আসামীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। গ্রেপ্তার হওয়ার ৬ঘন্টার মধ্যে নিহত হওয়া আসামীর নাম মো. জুয়েল। সে চান্দগাঁও খেজুরতলা এলাকার মৃত আব্দুল মালেক প্রকাশ আব্দুল মাবুদের ছেলে। বুধবার (৩ জুলাই) ভোর সাড়ে ৬টার দিকে নগরের চান্দগাঁও থানার হাজতখানায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, আসামি জুয়েলকে মঙ্গলবার (২ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নগরের কোতোয়ালী থানার পাথরঘাটা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর চান্দগাঁও থানার হাজতে রাখা হলে সেখানেই তিনি ‘আত্মহত্যা’ করেছেন বলে দাবি করেছে পুলিশ। তবে কোনো কারণ জানাতে পারেনি।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন, ‘সিসিটিভি ফুটেজে দেখা যায় আসামি মো. জুয়েল নিজের পরনের শার্ট খুলে হাজতের ভেতরের দেয়ালের উপরের ভেন্টিলেটরের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তার বিরুদ্ধে কোতোয়ালী থানায় ডাকাতি এবং অস্ত্র আইনে মোট ৭টি মামলা রয়েছে। এ ঘটনায় আমরা জিডি করেছি। ম্যাজিস্ট্রেট এসে সুরতহালের পর লাশের পোস্টমর্টেমের জন্য মেডিকেলে পাঠানো হয়েছে।’

আরও খবর

Sponsered content