রাজশাহী

রায়গঞ্জে ফেন্সিডিল উদ্ধার, আটক ১

  প্রতিনিধি ১৪ ফেব্রুয়ারি ২০২১ , ১০:৩১:৫২ প্রিন্ট সংস্করণ

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি :

সিরাজগঞ্জের রায়গঞ্জ থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাত ৩ টার সময় ঢাকা-বগুড়া মহাসড়কের ষোলমাইল নামক স্থানে যাত্রীবাহী বাসে তল্লাসি চালিয়ে ৮৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে। এ সময় মাদক ব্যাবসায়ী বেল্লাল হোসেন (২৭) নামক এক যুবককে গ্রেফতার করেছে।

রায়গঞ্জ অফিসার ইনচার্জ ইন্সেপেক্টর শহিদুল ইসলাম জানান, পুলিশ পরিদর্শক (তদন্ত), জাকারিয়া হোসেন, পাঙ্গাসী ফাড়ির ইনচার্জ মো. সাজ্জাদুল ইসলাম, এস.আই সোমর চন্দ্র আচার্য, এস.আই রাশেল সঙ্গীয় ফোর্স নিয়ে মহাসড়কের জরুরী পাহারা কাজে নিয়োজিত ছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে চান্দাইকোনা নামক স্থানে অস্থায়ী চেক পোষ্ট স্থান করে রাত ৩ টার সময় বীরগঞ্জ কাহারোল হতে নারায়নগঞ্জগ্রামী ঢাকা মেট্রো-ব-১৩-১৬৮৪ সাগরিকা এক্সপ্রেক্স নামের নৈশ কোচের তল্লাসি চালায়। তল্লাসিকালে কোচের সিট নং- এইচ-৩ বসারত আসামি বেলাল হোসেন রানের উপর একটি কালো রং-এর ট্রাভেল ব্যাগে রাখ ৮৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। আটক ব্যাক্তি দিনাজপুর জেলা কাহারোল উপজেলার পূর্ব সুলতানপুর দক্ষিনপাড়া গ্রামের মো. হযরত আলী পুত্র মো. বেল্লাল হোসেন (২৭)।

এ ব্যাপারে রায়গঞ্জ থানায় মামলা দায়েরের পর আসামিকে সিরাজগঞ্জ আদালতের মাধ্যমে জেল কারাগারে প্রেরণ করা হয়েছে।

আরও খবর

Sponsered content

Powered by