প্রতিনিধি ৪ মার্চ ২০২৫ , ৩:৩৯:৪১ প্রিন্ট সংস্করণ
বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের পূর্ব-চাম্বল ৭ নম্বর ওয়ার্ডের খলিফা পাড়া এলাকায় ইক্বরা মডেল হিফয মাদরাসা ও এতিমখানার শুভ উদ্বোধন পরবর্তী আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন হয়।
সোমবার (৩ মার্চ) বিকেলে চাম্বল মহিলা মাদরাসার সহকারী মাওলানা মোস্তফা হোসাইন হেলালের সঞ্চালনায় শুভ উদ্বোধন অনুষ্ঠান পরবর্তী আলোচনা সভায় সভাপতিত্ব করেন চাম্বল বড় মাদরাসার মোহতামিম আল্লামা আব্দুল জলিল।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গন্ডামারা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা আরিফ উল্লাহ। বিশেষ অতিথি ছিলেন জলদি হোসাইনিয়া কামিল মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা আব্দুর রহমান, রংগিয়াঘোনা মনছুরিয়া ফাযিল মাদরাসার অধ্যাপক মাওলানা শহিদ উল্লাহ, হামিদ আলী মিয়া জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আব্দুল কাদের, বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব মুজিবুল হোসাইন টিপু, মাওলানা আইয়ুব ওসমানী, মাস্টার হেলাল উদ্দিন, মাস্টার ফরিদ আহমদ, মাস্টার তারেক উদ্দিন ফারুকী, ইক্বরা মডেল হিফয মাদরাসার কোষাধ্যক্ষ খলিলুর রহমান ও অত্র মাদরাসার প্রধান পৃষ্ঠপোষক মোজাম্বিক প্রবাসী শাহাদাত হোসাইন।
অনুষ্ঠানের শুরুতে অর্থসহ কোরআন তেলাওয়াত করেন মাওলানা ওয়াহেদুল হক, উদ্বোধনী বক্তব্য রাখেন অত্র মাদরাসার সেক্রেটারি মাস্টার নাজিম উদ্দীন।