বাংলাদেশ

কম গুরুত্বপূর্ণ প্রকল্প স্থগিতের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী

  প্রতিনিধি ২৫ জুলাই ২০২২ , ৫:১৭:৪৭ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্কঃ

বৈশ্বিক সংকটের কারণে সরকারি ব্যয় কমাতে প্রকল্প ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ প্রকল্পগুলো স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (২৫ জুলাই) সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে তিনি এমন নির্দেশনা দেন। বৈঠকে প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত ছিলেন।

সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব ড. খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের বলেন, সরকারি প্রকল্পগুলোকে তিনটি ক্যাটাগরি করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এর মধ্যে ‘এ’ ক্যাটাগরি প্রকল্প শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে। আর ‘বি’ ক্যাটাগরির প্রকল্পের ৭৫ শতাংশ শেষ করতে হবে এবং ‘সি’ ক্যাটাগরির প্রকল্পগুলো বন্ধ রাখার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, সেই সঙ্গে সরকারি টাকায় যেসব বিদেশ ট্যুর হয় সেগুলো বন্ধ রাখারও নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। সেই সঙ্গে উৎপাদন বাড়ানোরও নির্দেশনা দিয়েছেন তিনি।

এক প্রশ্নের জবাবে আনোয়ারুল ইসলাম বলেন, কোন প্রকল্পগুলো গুরুত্বপূর্ণ এবং দ্রুত বাস্তবায়ন করা প্রয়োজন তা সংশ্লিষ্ট মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে।

প্রধানমন্ত্রী জনগণকে অতিরিক্ত ব্যয় না করার জন্য এবং কৃষির উৎপাদনে জমির সর্বোচ্চ ব্যবহার করতে আহ্বান জানান।

আরও খবর

Sponsered content

Powered by