চট্টগ্রাম

চিটাগাং চেম্বারে ব্যবসায়ীদের সাথে ব্রাজিল দূতাবাসের হেড অব মিশনের মতবিনিময়

  প্রতিনিধি ১ ফেব্রুয়ারি ২০২৫ , ৬:৫৮:২১ প্রিন্ট সংস্করণ

চিটাগাং চেম্বারে ব্যবসায়ীদের সাথে ব্রাজিল দূতাবাসের হেড অব মিশনের মতবিনিময়

বাংলাদেশে নিযুক্ত ব্রাজিল দূতাবাসের ডেপুটি হেড অব মিশন লিওনার্দো ডি অলিভেরা জানুজ্জি ( Mr. Leonardo de Oliveira Jannuzzi) ১ ফেব্রুয়ারি সকালে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে চট্টগ্রামের বিভিন্ন সেক্টরের ব্যবসায়ীবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন।

চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ও চিটাগাং চেম্বারের প্রশাসক মুহাম্মদ আনোয়ার পাশা এর সভাপতিত্বে দূতাবাসের এগ্রিকালচারাল অ্যাটাচে সিলভিও লুইজ রদ্রিগেস টেস্টাসেকা (Mr. Silvio Luiz Rodrigues Testasecca), ব্রাজিল-বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি (বিবিসিসিআই) এর পরিচালক ইমরান চৌধুরী, বিজিএমইএ এর সাবেক পরিচালক এ এম সেলিম উদ্দিন, কর্ণফুলী শিপবিল্ডার্স লি. এর নির্বাহী পরিচালক মিজানুর রহমান, বাংলাদেশ ফ্রেশ ফ্রুটস ইমপোর্টার এসোসিয়েশন এর মুহাম্মদ ফরহাদ উদ্দিন ও চেম্বার যুগ্ম সচিব নুরুল আবছার চৌধুরী বক্তব্য রাখেন।

এ সময় ব্রাজিলে অনুষ্ঠিতব্য ‘মেইড ইন বাংলাদেশ এক্সপো, ২০২৫’ সম্পর্কে তথ্যচিত্র উপস্থাপন করেন বিবিসিসিআই এর মহাসচিব মোঃ জয়নাল আবেদীন। অন্যান্যদের মধ্যে ট্রাস্টেড শিপিং লাইন্স লি. এর পরিচালক ওয়াহিদ আলম, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মো: ফখরুল ইসলাম ও মো: মেজবাহ উদ্দিন, এইচএনএস অটোমোবাইলস এর ডেপুটি জেনারেল ম্যানেজার মো: এ আসলাম, শিপার্স কাউন্সিল এর পরিচালক লোকপ্রিয় বড়ুয়াসহ বিভিন্ন সেক্টরের ব্যবসায়ী ও চেম্বার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

ব্রাজিল দূতাবাসের ডেপুটি হেড অব মিশন লিওনার্দো ডি অলিভেরা জানুজ্জি চট্টগ্রামের অভূতপূর্ব অবকাঠামোগত উন্নয়নের প্রশংসা করে বলেন- ব্রাজিলের সাথে বাংলাদেশের বাণিজ্য সম্পর্ক উন্নয়নে কাজ করতে হলে প্রাইভেট সেক্টরের ব্যবসায়ীদের মধ্যে সংযোগ বাড়াতে হবে। আগামী ১৫-১৮ জুন ব্রাজিলের সাও পাওলোতে অনুষ্ঠেয় এক্সপো দুই দেশের ব্যবসায়ীদের সংযোগ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

চেম্বার প্রশাসক মুহাম্মদ আনোয়ার পাশা বলেন, ল্যাটিন আমেরিকার দেশগুলোর মধ্যে ব্রাজিলের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক এবং দূতাবাস রয়েছে। ব্রাজিল থেকে বাংলাদেশে প্রচুর পণ্য আমদানি হয়ে থাকে। ২০২২ সালে বাংলাদেশ ব্রাজিল থেকে প্রায় ২ বিলিয়ন ডলারের অধিক পণ্য আমদানি করেছে।

অন্যদিকে বাংলাদেশ থেকে একই সময়ে মাত্র ১৭৮ মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করেছে। একই সাথে চট্টগ্রামের ভৌগোলিক অবস্থানের গুরুত্ব বিবেচনা করে চট্টগ্রাম অঞ্চলের বিভিন্ন অর্থনৈতিক অঞ্চলগুলোতে ব্রাজিলিয়ান বিনিয়োগকারীদের একক ও যৌথ বিনিয়োগের উপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি তিনি আগামী জুনে ল্যাটিন আমেরিকার মাটিতে ব্রাজিলের সাও পাওলাতে অনুষ্ঠিতব্য ১ম বাংলাদেশ এক্সপোতে চট্টগ্রামসহ বাংলাদেশী ব্যবসায়ীদের অংশগ্রহণের আমন্ত্রণ জানান।

দূতাবাসের এগ্রিকালচারাল অ্যাটাচে সিলভিও লুইজ রদ্রিগেস টেস্টাসেকা বলেন- ব্রাজিল কৃষি সমৃদ্ধ দেশ। এখানে উন্নতমানের কফি উৎপাদন হয়, যা বিশ্বব্যাপী সমাদৃত। কফি প্রক্রিয়াজাতকরণে ব্যবহৃত হয় পাট ও পাটজাত দ্রব্য। আবার বিশ্বব্যাপী কৃষি পণ্য বিশেষ করে মুরগি এবং মাংস উৎপাদনে ব্রাজিল বিখ্যাত। বাংলাদেশে রয়েছে মাংসের প্রচুর চাহিদা। তাই বাংলাদেশে মাংস রপ্তানির ব্যাপারে কাজ করছে ব্রাজিল সরকার। এছাড়া কৃষিজাত পণ্য প্রক্রিয়াজাতকরণে বাংলাদেশী পাটজাত পণ্যের সম্ভাবনাকে কাজে লাগাতে এক্সপোতে বাংলাদেশী ব্যবসায়ীদের আমন্ত্রণ জানান তিনি।

আরও খবর

Sponsered content