চট্টগ্রাম

ছাত্র আন্দোলনে হামলাকারী যুবলীগ নেতা গ্রেপ্তার

  প্রতিনিধি ২৮ নভেম্বর ২০২৪ , ৬:০৩:২৬ প্রিন্ট সংস্করণ

ছাত্র আন্দোলনে হামলাকারী যুবলীগ নেতা গ্রেপ্তার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চট্টগ্রাম নগরীতে হামলায় নেতৃত্বদানকারী শীর্ষ সন্ত্রাসী আবুল বশরকে (৪০) গ্রেপ্তার করেছে পাঁচলাইশ থানা পুলিশ। বুধবার (২৭ নভেম্বর) রাতে নগরীর পাঁচলাইশ থানাধীন ষোলশহর ২ নম্বর গেট এলাকার মেয়র গলি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া মো. আবুল বশর (৪০) আনোয়ারার বুুরুমছড়া সদর দিঘি এলাকার আবু তাহের বাড়ির মৃত নুরুল আলমের ছেলে। বর্তমানে নগরীর মেয়র গলির ৩ নম্বর রোড়ের আরএনটি ইউনুস গার্ডেনে থাকেন তিনি।

বিষয়টি নিশ্চিত করে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, গ্রেপ্তার আবুল বশর নগরীর ৮ নম্বর শুলকবহর ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি এবং সাবেক এমপি মহিউদ্দিন বাচ্চুর বিশ্বস্থ সহযোগী। তার বিরুদ্ধে ষোলশহর রেল স্টেশন এবং ২ নম্বর গেট এলাকায় ত্রাস সৃষ্টি, মাদক ব্যবসা, চাঁদাবাজি, সরকারি জমির অবৈধ দখলের অভিযোগ রয়েছে। জুলাই-আগস্ট মাসে ছাত্র আন্দোলনের সময় তার নেতৃত্বে ছাত্রদের উপর নির্বিচারে হামলা করা হয়।

যুবলীগের কেন্দ্রীয় উপ-প্রচার সম্পাদক আদিত্য নন্দীর ওপর হামলার ঘটনায় ২০২১ সালের ২৪ জানুয়ারি রাতে নগরের ষোলশহর এলাকা থেকে গ্রেপ্তার হয়েছিলেন এই আবুল বশর। তার বিরুদ্ধে পাঁচলাইশ ও কোতোয়ালী থানায় হত্যা, মারামারিসহ ছয়টি মামলা রয়েছে।

আরও খবর

Sponsered content