বাংলাদেশ

জনগণ তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

  প্রতিনিধি ২২ জুলাই ২০২৩ , ৮:১৫:৪৯ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক :

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিদেশিদের কাছে ধরনা দিয়ে কোনো লাভ হবে না। এদেশের জনগণ সবাইকে চিহ্নিত করে ফেলেছে। ইতিমধ্যে জনগণ তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে ।

আজ শনিবার বিকেলে মানিকগঞ্জের হরিরামপুরের লেছড়াগঞ্জে মহান মুক্তিযুদ্ধে হরিণা ক্যাম্প (হরিরামপুর সিও অফিস) ও সুতালড়ি লঞ্চ আক্রমণের ওপর নির্মিত ম্যুরাল উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এদেশ আমরা স্বাধীন করেছি। এদেশে বঙ্গবন্ধুর ডাকে আমরা ঘুরে দাঁড়িয়েছি। যতদিন আমরা মুক্তিযোদ্ধারা থাকব, ততদিন আমরা কোনো অন্যায় হতে দেব না। এখানে ষড়যন্ত্রের মাধ্যমে কোনো কিছু হতে দেব না। একটা অসাম্প্রদায়িক চেতনার দেশ হবে এই বাংলাদেশ।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেনজির আহমদ এমপি। মানিকগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশের অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান, ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নূরুল ইসলাম, মানিকগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম মহীউদ্দীন, শিবালয় উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউর রহমান খান জানু, মানিকগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মো. মমিন উদ্দিনসহ উপজেলার বীর মুক্তিযোদ্ধারা।

আরও খবর

Sponsered content

Powered by