আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ার বিধ্বস্ত বিমান যাত্রীদের খবরের অপেক্ষায় স্বজনরা

  প্রতিনিধি ১২ জানুয়ারি ২০২১ , ১:৩১:৫০ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্কঃ

 

ইন্দোনেশিয়ার বিধ্বস্ত শ্রীবিজয়া এয়ারের বোয়িং৭৩৭ বিমানের হতভাগ্য আরোহীদের স্বজনরা দুঃখভারাক্রান্ত হৃদয়ে প্রিয়জনদের খবর পাওয়ার অপেক্ষা করছেন।

অনেকেই এখনও তাদের প্রিয়জনের মৃত্যু মেনে নিতে পারছেন না। গত শনিবার বিকালে শ্রীবিজয়া এয়ারের একটি অভ্যন্তরীণ ফ্লাইট রাজধানী জাকার্তা থেকে ওয়েস্ট কালিমান্তান প্রদেশের রাজধানী পনতিয়ানাক রওনা হওয়ার চার মিনিটের মধ্যে রাডার থেকে হারিয়ে যায়। খরব বিবিসি ও রয়টার্সের।

পরে জানা যায়, বিমানবন্দর থেকে ২০ কিলোমিটার দূরে লাকি দ্বীপের কাছে সাগরে এটি বিধ্বস্ত হয়েছে। বিমানটিতে ৬২ আরোহী ছিলেন। যাদের বেঁচে থাকার আশা আর নেই বললেই চলে।

উড়োজাহাজটি যেখানে বিধ্বস্ত হয়েছে, ওই এলাকায় সাগরের পানি থেকে মানবদেহের খণ্ডাংশ উদ্ধার হচ্ছে। কিন্তু সেগুলো থেকে কারও পরিচয় শনাক্ত করা সম্ভব হচ্ছে না। এ জন্য ডিএনএ পরীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে।

উড়োজাহাজের যাত্রী কারা তা এখনও আনুষ্ঠানিকভাবে জানা না গেলেও পরিবার ও বন্ধুবান্ধবদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে গণমাধ্যম কয়েকজনের পরিচয় তুলে ধরেছে।

Powered by