রংপুর

জলঢাকা পৌরসভার বাজেট ঘোষণা

  প্রতিনিধি ৩০ জুন ২০২০ , ৭:২৮:৪৪ প্রিন্ট সংস্করণ

জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি : ১৫ লক্ষ ৩৩ হাজার ৪৩৩ টাকা উদ্বৃত্ত রেখে প্রায় ২১ কোটি টাকার বাজেট ঘোষণা করেছে জলঢাকা পৌরসভা। মঙ্গলবার দুপুরে পৌরসভা অস্থায়ী কার্যালয়ে বাজেট পেশ করেন পৌর মেয়র ফাহমিদ ফয়সাল চৌধুরী। ২০২০-২১ইং অর্থবছরের জন্য পৌরসভাটিতে বাজেট ধরা হয়েছে ২০ কোটি ৮৩ লক্ষ ৮৩ হাজার ৪৩৩ টাকা। এরমধ্যে রাজস্ব আয় রাখা হয়েছে ২ কোটি ৯৩ লক্ষ ৮৩ হাজার ৪৩৩ টাকা। পৌরসভাটি থেকে মোট উন্নয়ন আয় ধরা হয়েছে ১৭ কোটি ৯০ লক্ষ টাকা। জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডসহ গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প রাখা হয়েছে এ বাজেটে। এছাড়াও বাজেটে বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস ও ডেঙ্গুমশা সংক্রমণ রোধকল্পে এ বাজেটে বরাদ্দ রাখা হয়েছে। রাখা হয়েছে পৌর সুপারমার্কেট নির্মাণের মত মেগা প্রকল্প। এসময় উপস্থিত ছিলেন পৌর সচিব আশরাফুজ্জামান, প্রকৌশলী জোবাইদুল হক, হিসাবরক্ষক কর্মকর্তা আওলাদ হোসেন, কাউন্সিলর বিশ্বজিৎ রায়, রহমত আলী, রুহুল আমিন, জিয়াউর রহমান জিয়া, মহসিন আলী, ফজলুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content

Powered by