চট্টগ্রাম

জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় দারুন নাজাতের তানভির হাসান বাঁশখালীতে প্রথম

  প্রতিনিধি ২৭ জানুয়ারি ২০২৫ , ৪:২৯:৫৩ প্রিন্ট সংস্করণ

জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় দারুন নাজাতের তানভির হাসান বাঁশখালীতে প্রথম

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম মন্ত্রণালয়ের অধীনে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত হিফজুল কুরআন প্রতিযোগিতায় বাঁশখালী উপজেলা পর্যায়ে মুহাম্মদ তানভির হাসান (১১) নামে এক শিশু শিক্ষার্থী ‘খ’ গ্রুপে অংশগ্রহণ করে প্রায় ‘শতাধিক’ প্রতিযোগীকে পেছনে ফেলে সর্বোচ্চ নাম্বার পেয়ে প্রথম স্থান অধিকার করেছেন।

এর পূর্বে গত ২০২৩ সালে ‘হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ’ চট্টগ্রাম দক্ষিণের আওতাধীন বাঁশখালী উপজেলা শাখার হিফজুল কুরআন প্রতিযোগিতায় তানভির হাসান প্রথম স্থান অধিকার করেন। এ পর্যন্ত স্থানীয় পর্যায়ে বিভিন্ন প্রতিযোগীতায় ডজনখানেক পুরস্কার জিতেছেন সে।

তানভির হাসান বাঁশখালী উপজেলার শীলকূপের মনকিচর জালিয়াখালী নতুন বাজারস্থ দারুন নাজাত আদর্শ মাদরাসার হিফজ বিভাগের শিক্ষার্থী।

রোববার (২৬ জানুয়ারি) ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক উপজেলা পর্যায়ে আয়োজিত হিফজুল কুরআন প্রতিযোগিতা-২৫ বাঁশখালী উপজেলা পরিষদ কেন্দ্রিয় জামে মসজিদে সম্পন্ন হয়েছে। এ সময় বিভিন্ন গ্রুপে উপজেলার ত্রিশটির অধিক মাদরাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। তানভির হাসান তার গ্রুপের শতাধিক প্রতিযোগীকে হারিয়ে প্রথম স্থান অধিকারের গৌরব অর্জন করেন।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন বাঁশখালী উপজেলা শাখার সুপারভাইজার হাফেজ মাওলানা আবু তাহের, সাধারণ কেয়ারটেকার মাওলানা মনীরুল্লাহ রব্বানী, মাওলানা মাহমুদ উল্লাহ,  মাওলানা ছাবের আহমেদ, হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ বাঁশখালী উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা হেলাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক হাফেজ সেলিম উদ্দিন, সদস্য হাফেজ মাওলানা সা’আদ আরাফাত প্রমূখ।

তানভির হাসান ‘খ’গ্রুপে (১-১০ পারা) অংশগ্রহণ করে প্রথম স্থান অধিকার করে জেলা পর্যায়ে উত্তীর্ণ হয়। সে শীলকূপ ইউনিয়নের মনকিচর গ্রামের জালিয়াখালী নতুন বাজারস্থ মালয়েশিয়া প্রবাসী নুর মোহাম্মদ ও নাছিমা আক্তারের ছেলে। পুরস্কার হিসেবে তাকে নগদ অর্থ, ক্রেস্ট, সনদ সহ ইয়েস কার্ড প্রদান করা হয়।

দারুন নাজাত আদর্শ মাদরাসার পরিচালক হাফেজ মুহাম্মদ সেলিম উদ্দীন বলেন, ‘আমাদের মাদরাসা ২০২০ সালে যাত্রা শুরু করে। প্রতিষ্ঠার শুরু থেকে আমাদের হিফজ বিভাগের শিক্ষার্থীরা বিভিন্ন হিফজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। আমাদের শিক্ষার্থীদের মধ্যে মুহাম্মদ তানভির হাসান অত্যন্ত মেধাবী। সে সবসময় অসাধারণ পারফরম্যান্স করে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে বিভাগীয় পর্যায়ে উর্থীর্ণ হয়ে আমাদের সম্মানিত করেছে। আমাদের আরো একজন কৃতিশিক্ষার্থী মুহাম্মদ আবু বকর সিদ্দিক দ্বিতীয় স্থান অধিকার করেছে। আমাদের বিজয়ী শিক্ষার্থীদের অভিনন্দন, মোবারকবাদ জানাচ্ছি এবং তাদের সম্মানিত শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

ছবি: ইসলামিক ফাউন্ডেশনের হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারী শিক্ষার্থী মো. তানভির হাসান।

আরও খবর

Sponsered content