রাজশাহী

শিবগঞ্জে বিট পুলিশিং সংক্রান্তে মতবিনিময় সভা

  প্রতিনিধি ১৭ আগস্ট ২০২০ , ৫:৩৪:২৯ প্রিন্ট সংস্করণ

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ এসএম বদিউজ্জামান বলেছেন, আমি সবেমাত্র শিবগঞ্জ থানায় যোগদান করেছি। এই উপজেলার আইন শৃঙ্খলা ভালো রাখার জন্য আমি সব ধরনের পদক্ষেপ হাতে নিয়েছি। এলাকার জুয়া, মাদক সেবনকারী, মাদক বিক্রেতা, বাল্যবিবাহ এবং ইভটিজিংসহ বিভিন্ন ধরনের আইন বিরোধী কার্যকলাপ বন্ধের জন্য প্রতি নিয়ত চেষ্টা করে যাচ্ছি। কেউ যদি এই সমস্ত অপরাধমূলক কাজে জড়িত থাকে তাদেরকে চিহ্নিত করে প্রয়োজনে সামাজিকভাবে বয়কট করতে হবে। সোমবার উপজেলার মাঝিহট্ট ইউনিয়ন পরিষদ সভাকক্ষে থানা পুলিশের আয়োজনে বিট পুলিশিং সংক্রান্তে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান হেনজেলার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) ছানোয়ার হোসেন, পুলিশ পরিদর্শক (অপারেশন) হরিদাস মন্ডল, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি শামছুল ইসলাম, সাধারণ সম্পাদক আতাউর রহমান, এসআই আনোয়ার হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান আকবর আলী, ইউপি সচিব শাহ আলম, ইউপি সদস্য বাদশাহ মিয়া প্রমুখ।

আরও খবর

Sponsered content

Powered by