দেশজুড়ে

জামায়াত নয় আওয়ামীলীগ রাজাকারের দল : শামীম সাঈদী

  প্রতিনিধি ২৬ ফেব্রুয়ারি ২০২৫ , ৭:১০:০৬ প্রিন্ট সংস্করণ

জামায়াত নয় আওয়ামীলীগ রাজাকারের দল : শামীম সাঈদী

জামায়াত ইসলামী রাজাকার নয় আওয়ামীলীগ রাজাকারের দল বলে মন্তব্য করেছেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর বড় ছেলে আল্লামা সাঈদী ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব শামীম সাঈদী। তিনি মঙ্গলবার রাতে পিরোজপুরের স্বরূপকাঠিতে (নেছারাবাদ) সরকারি স্বরূপকাঠি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে উপজেলা সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত তাফসীরুল কুরআন মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করতে গিয়ে বলেন, জামায়াতে ইসলামী বললে বলা হয় রাজাকার।

একজন লোকও কি বলতে পারবেন জামায়াতের ইসলামীর কোন লোকের পাকিস্তানে বাড়ি আছে। জামায়াতের কোন নেতা পাকিস্তানে ব্যবসা করে। জামায়াতের কেউ পাকিস্তানে পালিয়ে গেছে। পালিয়েছে ভারতের রাজাকার ভারতে পালিয়ে গেছে। কাজেই রাজাকার বলতে আওয়ামীলীগকেই বোঝায়। জামায়াতে ইসলামী রাজাকার নয়। আওয়ামীলীগ রাজাকারের দল। তারা ক্ষমতায় থাকতে রাজাকারের তালিকা করেছিলো তাদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের সেই তালিকায় ৯০ ভাগ লোকই ছিলো তাদের দলের লোকের নাম। এসময় তিনি আরও বলেন, আমাদেরকে বলা হয় মৌলবাদী আমরা মূলবাদী।

যারা কুরআনের পক্ষের শক্তি, ইসলামের পক্ষের শক্তি, স্বাধীনতার শক্তি তারা মূলবাদী। তোমরা হলো আগাবাদী তোমরা যারা দেশের বিরুদ্ধে কাজ করো, শেয়ার বাজার লুট করো, বাংলাদেশ ব্যাংকে ডাকাতি করো বেশি বাড়াবাড়ি করবানা বেশি বাড়াবাড়ি করলে ১২ কোটি মুসলমান গোড়া ধইরা নাড়া দিবে। তখন কোথায় পৌছাবা মামুবাড়ি দিল্লি। শেখ হাসিনার উদ্দেশ্যে তিনি বলেন, সুন্দরী মহিলা বলেছিলেন শেখের বেটি পালায়না কিন্তু তিনি পালিয়েছেন। আপনি পালানোর পরে আমরা ভালো আছি, গোটা দেশ ভালো আছে। আপনি ওইখানে বালো থাকেন ষড়যন্ত্র করিয়েন না। আপনি যদি চট করে ঢুকে পড়েন তবে আপনাকে ফট করে ট্রাইবুনালে ঢুকিয়ে দেয়া হবে।

পিতার কথা বলতে গিয়ে তিনি বলেন, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী দেশের প্রতিটি জনপদে কুরআনের কথা বলেছেন, গোটা বাংলাদেশে কুরআনের আলো ছড়িয়েছেন। তার হাতে হাজারেরও বেশি অমুসলিম ইসলাম ধর্ম গ্রহন করেছেন। তিনি মোটেই মানবতা বিরোধী ছিলেন না। তিনি মানবতার পক্ষে কাজ করেছেন। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুন্ন রাখতে কাজ করে গেছেন। কিছু নাস্তিকেরা তার কথা শুনতে পারতোনা। মানুষের মন থেকে ভোলাতে তাকে ১৩টি বছর কারাগারে বন্দি করে রেখেছিলো। কিন্তু মানুষ তাকে ভোলেনি।

এসময় শামীম সাইদী ১৯৫২ এর ভাষা আন্দোলনে, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে এবং ২০২৪ সালের জুলাই থেকে ৫ আগষ্ট পর্যন্ত আন্দোলনে নিতহ ও আহতদের জন্য আল্লাহর কাছে দোয়া চান।

উপজেলা সমাজ কল্যান পরিষদের চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের আমীর মুহাম্মাদ আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে এবং উপজেলা জামায়াতের সেক্রেটারী মাও. আব্দুর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠিত মাহফিলে আরও বক্তব্য রাখেন, ভোলা নিজাম-হাছিনা ফাউন্ডেশন জামে মসজিদের খতিব এ, কে, এম মোশাররফ হুসাইন ও বানারীপাড়া বাইতুন নাজাত কমপ্লেক্স এর খতিব মাও. আল আমিন প্রমুখ।