রংপুর

জেলের জালে উঠে এলো মর্টার শেল সদৃশ বস্তু

  প্রতিনিধি ২৮ জুলাই ২০২৪ , ৩:২০:২৮ প্রিন্ট সংস্করণ

জেলের জালে উঠে এলো মর্টার শেল সদৃশ বস্তু

গাইবান্ধার গোবিন্দগঞ্জে মর্টার শেল সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। শনিবার বিকেলে করতোয়া নদীতে মাছ ধরার সময় এক জেলের জালে বস্তুটি উঠে আসে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মর্টার শেল সদৃশ বস্তুটি তাদের হেফাজতে নেয়।

রোববার (২৮ জুলাই) দুপুরে এই রিপোর্ট লেখা পর্যন্ত নদীর তীরে বস্তুটি পুলিশের পাহারায় রয়েছে। গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আ ফ ম আসাদুজ্জামান আসাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘রকেট লঞ্চারে ব্যবহৃত মর্টার শেল সদৃশ বস্তুটি পুলিশের হেফাজতে রয়েছে। তবে এটি তাজা না অকেজো বলা মুশকিল। সেনাবাহিনীর বোমা বিশেষজ্ঞ দলকে খবর দেওয়া হয়েছে। তারা এলে পুরো বিষয় সম্পর্কে জানা যাবে।’

আরও খবর

Sponsered content