বাংলাদেশ

বিএসএমএমইউয়ের পরীক্ষায়ও ডা. জাফরুল্লাহর করোনা পজিটিভ

  প্রতিনিধি ২৮ মে ২০২০ , ৭:৩৭:৩০ প্রিন্ট সংস্করণ

দ্বিতীয় দফা করোনার নমুনা পরীক্ষাতেও কোভিড-১৯ পজিটিভ এসেছে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর। গতকাল বুধবার তার করোনা পজিটিভের প্রতিবেদন দেয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ)।

এর আগে করোনার উপসর্গ দেখা দিলে গত ২৪ মে গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত র‌্যাপিড কিটের মাধ্যমে করোনার নমুনা পরীক্ষা করেন ডা. জাফরুল্লাহ চৌধুরী। তবে সেই কিটের অনুমোদন না থাকায় নতুন করে বিএসএমএমইউতে করোনা টেস্ট করেন তিনি। এখানেও তার করোনা পজিটিভ এসেছে।

নিজেদের কিটে করোনা শনাক্ত হওয়ার পর থেকেই ডা. জাফরুল্লাহ চৌধুরী বাসায় আছেন এবং চিকিৎসা নিচ্ছেন। একই সঙ্গে তার ডায়ালাইসিস চলছে। আজ বৃহস্পতিবার (২৮ মে) সন্ধ্যায় তার ডায়ালাইসিস হওয়ার কথা রয়েছে।

আরও খবর

Sponsered content

Powered by